হোম /খবর /বিনোদন /
বলিউড পেল নতুন তারকা দম্পতি, বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা, শুরু নতুন অধ্যায়

Kiara Advani-Sidharth Malhotra Wedding: বলিউড পেল নতুন তারকা দম্পতি, বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা, শুরু নতুন অধ্যায়

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে

কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে

Kiara Advani-Sidharth Malhotra Wedding: কিয়ারা সম্ভবত লাল নয়, রুপোলি রঙের লহেঙ্গা পরে বিয়ে করেছেন। সাধারণত লাল, গোলাপি বা ঘিয়ে রঙা লহেঙ্গা পরেই বিয়ে করেন। কিন্তু কিয়ারা সকলের থেকে আলাদা হলেন লহেঙ্গায়।

  • Share this:

জয়সলমীর: বলিউড পেল নতুন তারকা দম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মঙ্গলবার সন্ধ্যায় বিবাহ সম্পন্ন হল তাঁদের। সমস্ত রীতি আচার অনুষ্ঠান মেনে বিয়ে করলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।

নবদম্পতিকে দেখার জন্য উদ্গ্রীব গোটা দেশ। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন বর-কনে। কেবল বিয়ে নয়, প্রাক-বিবাহ অনুষ্ঠানেও সিড-কিয়ারা এই ডিজাইনারের পোশাকে সেজেছিলেন। শোনা যাচ্ছে, কিয়ারা সম্ভবত লাল নয়, রুপোলি রঙের লহেঙ্গা পরে বিয়ে করেছেন। সাধারণত লাল, গোলাপি বা ঘিয়ে রঙা লহেঙ্গা পরেই বিয়ে করেন। কিন্তু কিয়ারা সকলের থেকে আলাদা হলেন লহেঙ্গায়।

আরও পড়ুন: সঙ্গীতের রাতে হঠাৎ অসুস্থ সিদ্ধার্থের বাবা, তাও হুল্লোড় চলে রাত ২:৩০ পর্যন্ত!

আরও পড়ুন: ধুধু প্রান্তরে বরযাত্রী, ধোঁয়ায় ভরা পার্টি, কী অবস্থা সিড-কিয়ারার বিয়েবাড়ির

তবে সকলেরই একটা প্রশ্ন, এখনও পর্যন্ত কেন নবদম্পতি ছবি কেন দিলেন না? উইকিপিডিয়া পেজে ইতিমধ্যেই তাঁদের দম্পতি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। অথচ সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে কোনও ছবি এখনও প্রকাশ করেননি তাঁরা।

Published by:Teesta Barman
First published:

Tags: Kiara Advani, Kiara Sidharth Wedding, Sidharth Malhotra