Kiara Advani-Sidharth Malhotra Wedding: বড় তারকার বড় ব্যাপার! সিড-কিয়ারার বিয়েতে নিরাপত্তা দেবেন কে? জানলে অবাক হবেন
- Published by:Sanchari Kar
Last Updated:
Kiara Advani-Sidharth Malhotra Wedding: সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। বলিউডের তাবড় তারকারা থাকবেন অতিথি তালিকায়। বর-কনে সহ অতিথিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ইয়াসিন খান।
মুম্বই: মুম্বইয়ের কোলাহল থেকে দূরে রাজস্থানে উড়ে গিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সেখানেই সূর্যগড় প্যালেসে সাতপাক ঘুরবেন নায়ক-নায়িকা। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে জয়সালমীরের বিশাল দুর্গ।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে। বলিউডের তাবড় তারকারা থাকবেন অতিথি তালিকায়। বর-কনে সহ অতিথিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ইয়াসিন খান। এক সময়ে তিনি শাহরুখ খানের নিরাপত্তারক্ষী ছিলেন। এখন তিনি নিরাপত্তারক্ষীদের এজেন্সি চালান।
advertisement
advertisement
শোনা গিয়েছে, সিড-কিয়ারার বিয়েতে মোট ১৫০ জন অতিথি আসবেন। তাঁদের সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই ১০০ জন নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। সেই দুর্গের ভিতর বিয়ের সময় মোবাইল ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফও তাঁদের বিয়ের সময় একই পন্থা নিয়েছিলেন।
সূত্রের খবর, ৭ ফেব্রুয়ারি সাতপাক ঘুরবেন সিদ্ধার্থ-কিয়ারা। রবি এবং সোমবার হবে প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি। ইতিমধ্যেই একে একে রাজস্থানে পৌঁছেছেন বলিউড তারকারা। আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন নায়ক-নায়িকা।বড় তারকার বড় ব্যাপার! সিড-কিয়ারার বিয়েতে নিরাপত্তা দেবেন কে? জানলে অবাক হবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 12:00 PM IST