Siddharth-Kiara Holiday: মাঝসমুদ্রে জলকেলিতে মত্ত সিড-কিয়ারা! একান্ত সফর নিয়ে এ কী বললেন অভিনেত্রী? তুমুল ভাইরাল

Last Updated:

Siddharth-Kiara Holiday: অভিনেত্রীর কথায়, 'আমার মনে হয়, আমিও অনেকটা জলের মতোই। কারণ আমাকে যেখানেই রাখা হোক না কেন, আমি সেই জায়গার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। আর জলকেলি করার সময় আমি জলের প্রতি একটা গভীর টান অনুভব করি।

মুম্বই: চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। রাজস্থানের জয়সলমেরে রাজকীয় কায়দায় বসেছিল পাঁচতারা  বিয়ের আসর। বিয়ের পর মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন বি-টাউনের সেই বহুলচর্চিত তারকা-দম্পতি। তারপরে ফিরেছিলেন কাজেও। কাজ আর আনন্দ তাল মিলিয়ে উপভোগ করছেন সিদ্ধার্থ-কিয়ারা। কিন্তু সম্প্রতি তাঁদের অবকাশ-যাপনের ছবি ভিডিও নেটমাধ্যমে হয়েছে ভাইরাল।
গত ৩১ জুলাই ছিল কিয়ারা আডবানির ৩১-তম জন্মদিন। সেই উপলক্ষে স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে সঙ্গে নিয়ে অবকাশ-যাপনের উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন সুদূর ইতালি। নয়নাভিরাম সৌন্দর্যে চোখ জুড়িয়ে দেওয়া অপরূপ আমালফি সৈকতে দেখা গিয়েছে তাঁদের। পাহাড়ে ঘেরা নীল সমুদ্রে জলকেলিতে মেতে ছিলেন সিড-কিয়ারা। একেবারে স্বপ্নের মতো ছিল এই তারকা-জুটির অবসর-যাপন। আর সেই ছবি কিংবা ভিডিও তো ভাইরাল হওয়ারই কথা!
advertisement
advertisement
কিন্তু গন্তব্য ঠিক করেন কে? সিড না কি কিয়ারা? এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী। তিনি বলেন, ‘সৌভাগ্যের বিষয় হল, আমরা দু’জনেই বেড়াতে বড়ই ভালবাসি। তাই কখনও কোনও জায়গা ঠিক করতে সমস্যাই হয় না। আর আমরা দু’জনেই জল খুব ভালবাসি। তাই সৈকতে অবসর-যাপনের সুযোগ কখনওই হাতছাড়া করি না।’ তাঁর জন্মদিনের ভিডিও প্রসঙ্গে কিয়ারার বক্তব্য, ‘আমরা আসলে দু’জনেই খুব ভাল সাঁতারু। আর সিদ্ধার্থ তো সাঁতার কাটতে ও ডুব দিতে দারুণ ভালবাসে! আসলে ও আমার থেকেও এগিয়ে। তবে হ্যাঁ, আমিও সাঁতার কাটতে খুবই পছন্দ করি। ছোটবেলা থেকে এই বিষয়টাকে উপভোগ করেই বেড়ে উঠেছি।’
advertisement
এর থেকে বোঝা যায় জলের প্রতি গভীর প্রেম কিয়ারার! অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হয়, আমিও অনেকটা জলের মতোই। কারণ আমাকে যেখানেই রাখা হোক না কেন, আমি সেই জায়গার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি। আর জলকেলি করার সময় আমি জলের প্রতি একটা গভীর টান অনুভব করি।’ অবকাশ-যাপনের সঙ্গে সঙ্গে কাজ নিয়েও বেশ ব্যস্ত অভিনেত্রী। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে। এর পর অ্যাকশন থ্রিলার ছবি ‘ওয়ার ২’-তে বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবং দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর-এর সঙ্গে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয়, প্রায় চার বছর পরে তেলুগু ছবিতে ফিরতে চলেছেন অভিনেত্রী। সুপারস্টার রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ ছবিতে দেখা যাবে কিয়ারাকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Siddharth-Kiara Holiday: মাঝসমুদ্রে জলকেলিতে মত্ত সিড-কিয়ারা! একান্ত সফর নিয়ে এ কী বললেন অভিনেত্রী? তুমুল ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement