Don 3: সাতসকালেই পাকা খবর! 'ডন ৩'-ছবি নিয়ে বিরাট চমক দিলেন পরিচালক ফারহান আখতার

Last Updated:

Don 3: সকাল ১০টা কাঁটায় কাঁটায় এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট করেছেন পরিচালক ফারহান আখতার। অফিসিয়াল বিবৃতি বলছে, ডন ৩-এ পা রাখছেন কিয়ারা আদবানি।

'ডন ৩'-ছবি নিয়ে বিরাট চমক দিলেন পরিচালক ফারহান আখতার
'ডন ৩'-ছবি নিয়ে বিরাট চমক দিলেন পরিচালক ফারহান আখতার
জল্পনা চলছিল গত বছর থেকে। ডন ৩ বানাবেন ফারহান আখতার। নায়ক কে হবেন, সেই নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সেই ধোঁয়াশা কিঞ্চিৎ কেটেছিল গত বছরের প্রায় শেষের দিকে ছবির প্রোডাকশন হাউজের তরফে পেশ করা এক বিবৃতিতে। জানা গিয়েছিল, নতুন ডন হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। তবে, নায়িকা কে হবেন, সেই নিয়ে কিছু জানা যায়নি। নানা নাম উঠে আসছিল আলোচনায়- প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদবানি। ফারহান এই নিয়ে টুঁ শব্দটিও করেননি, শুধু বলেছিলেন ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এক বড়সড় ঘোষণা করা হবে।
তা, ফারহান ভদ্রলোক, তিনি কথা রেখেছেন। ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের সকালের দিকেই, সঠিক হিসেবে সকাল ১০টা কাঁটায় কাঁটায় এক্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট শেয়ার করেছেন তিনি। আর সেই অফিসিয়াল বিবৃতি বলছে- ডন ৩-এ পা রাখছেন কিয়ারা আদবানি।
advertisement
advertisement
ভিডিওটিতে বিশেষ কিছু নেই যদিও। ব্যাকগ্রাউন্ডে বাজছে ডন-এর থিম মিউজিক। সঙ্গে একেকটা স্লাইডে লেখা আছে যথাক্রমে- ওয়েলকামিং কিয়ারা আদবানি টু দ্য ডন ইউনিভার্স আ নিউ এরা বিগিনস।
নিউ এরা তো বটেই, সেই নিয়ে যথেষ্ট জলঘোলাও হচ্ছে। কেন শাহরুখ খান বাদ পড়লেন ডন ৩ থেকে, এই প্রশ্নের মুখে জেরবার ফারহান। এর আগে জানিয়েছিলেন, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শাহরুখ নিজেই ছবিটা করতে চাননি। সম্প্রতি বলেছেন, এ আদতে ইতিহাসের পুনরাবৃত্তি। প্রথম যখন ২০০৬ সালে তাঁর পরিচালনায় ডন মুক্তি পায়, সবাই বলেছিলেন অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রে শাহরুখকে মানাবে না। এখন সেই এক ভাবে শাহরুখ আর রণবীরের মধ্যে তুলনা চলছে।
advertisement
তবে, জল এখনও ঘোলাই। কেন না, ফারহানের ডন-এ সব সময়ে দুই নায়িকা দেখা গিয়েছে। প্রথম দুই ছবিতে রোমা ভগতের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা, ২০০৬ সালের ছবিতে ডনের সহচরী হিসেবে দেখা গিয়েছিল ইশা কোপিকরকে, চরিত্রটার নাম ছিল অনিতা। ডন ২-এ সেই সহচরী চরিত্রে দেখা যায় লারা দত্তাকে, নাম রাখা হয় আয়েষা। ফলে, কিয়ারা রোমার চরিত্রে অভিনয় করবেন না ডনের সহচরীর চরিত্রে, তা এখনও স্পষ্ট নয়।বলিউডের গুজব বলছে, যে কোনও দিন ঘোষণা হতেই পারে রোমার জুতোয় পা গলালেন দীপিকা!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Don 3: সাতসকালেই পাকা খবর! 'ডন ৩'-ছবি নিয়ে বিরাট চমক দিলেন পরিচালক ফারহান আখতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement