Rani-Kiara in Durga Puja: মণ্ডপে বসে শালপাতায় খিচুড়ি-লাবড়া খেলেন রানি-কিয়ারা, সপ্তমীতে নায়িকাদের পেটপুজোর ভিডিও দেখুন

Last Updated:

Rani-Kiara in Durga Puja: কাজল, তনিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, সুমনা চক্রবর্তী ছাড়া অবাঙালি তারকাও দেবীদর্শনে পিছিয়ে নেই। গতকাল, সপ্তমীর দিন যেমন সাদামাটা সাজে কিয়ারা আডবাণীকে দেখা গিয়েছিল রানির মাঝে।

মণ্ডপে বসে শালপাতায় খিচুড়ি-লাবড়া খেলেন রানি-কিয়ারা, সপ্তমীতে নায়িকাদের পেটপুজো
মণ্ডপে বসে শালপাতায় খিচুড়ি-লাবড়া খেলেন রানি-কিয়ারা, সপ্তমীতে নায়িকাদের পেটপুজো
মুম্বই: নর্থ বম্বে সার্বজনীনের দুর্গাপুজোয় প্রতিবছরের মতো এবারও তারকাদের ভিড় জমেছে। কাজল, তনিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, সুমনা চক্রবর্তী ছাড়া অবাঙালি তারকাও দেবীদর্শনে পিছিয়ে নেই। গতকাল, সপ্তমীর দিন যেমন সাদামাটা সাজে কিয়ারা আডবাণীকে দেখা গিয়েছিল রানির মাঝে। এর আগে হেমা মালিনী, এষা দেওল দুর্গাপুজো প্যান্ডেলে ঢুঁ মেরে গিয়েছেন।
সপ্তমীর সেই ভিডিওতে দেখা গেল, বেঞ্চ পেতে দেওয়া হয়েছে মণ্ডপে। সেখানেই ভিড়ের মধ্যে বসে ভোগ খেলেন বলি নায়িকারা। কিয়ারা আর রানি পাশাপাশি বসে খিচুড়ি-লাবড়া-চাটনি খেতে খেতে গল্প করলেন। বাঙালি ভোগ খাওয়া দেখেই বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু হয়েছে ভোগ।
advertisement
advertisement
advertisement
সপ্তমীতে রানির সাজে মুগ্ধ ভক্তরা। সোনালি হাতাকাটা ব্লাউজের সঙ্গে সোনালি পাড় দেওয়া সোনালি শাড়িতে সেজেছেন মুম্বইয়ের বাঙালিনী। হাতে শাখা-পলা। গলায় রংবেরঙের পুঁথি দিয়ে তৈরি হার। কপালে সাদা টিপ, মাথায় আলগা খোঁপা। বাঙালি শাড়িতে ঝলমলে পর্দার ‘মিসেস চ্যাটার্জি’।
অন্যদিকে কিয়ারার পরনে ছিল হালকা সবুজ রঙের একটি কুর্তা ও চোস্ত পা। চুল খুলে রেখেছিলেন নায়িকা, কপালে ছোট্ট টিপ। নববধূ মহা আনন্দে এক ঘর বাঙালির সঙ্গে সপ্তমীর সন্ধ্যা কাটিয়ে গেলেন প্যান্ডেল থেকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rani-Kiara in Durga Puja: মণ্ডপে বসে শালপাতায় খিচুড়ি-লাবড়া খেলেন রানি-কিয়ারা, সপ্তমীতে নায়িকাদের পেটপুজোর ভিডিও দেখুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement