Rani in Durga Puja: ‘জুতো পরে দুর্গামণ্ডপে কেন!’ সপ্তমীতে রানির ভিডিও ভাইরাল, বাঙালিনীর উপর চটল নেটপাড়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Rani Mukerji in Durga Puja: সোনালি হাতাকাটা ব্লাউজের সঙ্গে সোনালি পাড় দেওয়া সোনালি শাড়িতে সেজেছেন মুম্বইয়ের বাঙালিনী। হাতে শাখা-পলা। গলায় রংবেরঙের পুঁথি দিয়ে তৈরি হার।
মুম্বই: কেবল কলকাতা-ই নয়, মুম্বইও সেজে উঠেছে দুর্গাপুজোর আবহে। আরব সাগরের তীরে মুখোপাধ্যায় বাড়ির পুজো যে নামকরা, তা কে না জানে। আর সে বাড়ির সদস্য হলেন বলিপাড়ার তাবড় তারকারা। কাজল, রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে অয়ন মুখোপাধ্যায়রা। এবারও জমজমাট পুজোয় তাঁদের দেখা মিলেছে একাধিকবার।
আরও পড়ুন: ফোনে মন, দুর্গামণ্ডপে সিঁড়ি থেকে পড়লেন কাজল! সপ্তমীতে মুখোপাধ্যায় বাড়ির পুজোর ভিডিও ভাইরাল
সপ্তমীতে রানির সাজে মুগ্ধ ভক্তরা। সোনালি হাতাকাটা ব্লাউজের সঙ্গে সোনালি পাড় দেওয়া সোনালি শাড়িতে সেজেছেন মুম্বইয়ের বাঙালিনী। হাতে শাখা-পলা। গলায় রংবেরঙের পুঁথি দিয়ে তৈরি হার। কপালে সাদা টিপ, মাথায় আলগা খোঁপা। বাঙালি শাড়িতে ঝলমলে পর্দার ‘মিসেস চ্যাটার্জি’।
advertisement
advertisement
advertisement
কিন্তু তাঁর ভিডিও দেখে চটে গেলেন নেটিজেনদের একাংশ। পায়ের জুতো না ছেড়েই মণ্ডপে উঠে দেবীদুর্গার আশীর্বাদ নেওয়া বা প্রতিমার ছবি তোলার জন্য কটাক্ষ ধেয়ে এল রানির দিকে। কেউ কেউ লিখলেন, ‘মণ্ডপে জুতো খুলে উঠুন। আপনি তো দেবীর থেকে বড় নন।’ কেউ কেউ আবার রানির সাজের বেশ প্রশংসা করলেন।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ির আঁচল জড়িয়ে নিয়ে দেবীদর্শন করার পর বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে দেখা করলেন রানি। জড়িয়ে ধরে সবাইকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 7:31 PM IST