Khorkuto: "চুমে নিগাহসে চেহরা মেরা" ! নীল নয়, কৌশিককে নিয়ে পাহাড়ে গান গাইছেন তৃণা সাহা !

Last Updated:

Khorkuto: পাহাড়ে গিয়েছেন গুনগুন-সৌজন্য! সেখানেই এবার জমবে প্রেম! 'খড়কুটো' পরিবারের ভালবাসায় প্রেমের আকাশে এই দুই জুটি !

khorkuto
khorkuto
#কলকাতা:  তৃণা সাহা (Trina Saha)  ও কৌশিক রায়ের (Kosuhik Roy) জুটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মানুষের মনে। ধারাবাহিক 'খড়কুটো' (khorkuto) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গুনগুন ও সৌজন্যর জীবনের নানা বাঁকে আটকে  পড়েছে বাঙালি দর্শকের হৃদয়।
এই ধারাবাহিকে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা(Trina Saha)। আর সৌজন্য হয়েছেন কৌশিক রায়। গুনগুনের বিয়ে হয়েছে সৌজন্যর সঙ্গে। কিন্তু বিয়ের পরেও গুনগুন ঠিক ছোট্ট বাচ্চার মতো সরল। তাঁর সব কাজ কর্মে থাকে সরলতার ছাপ। জীবনের অনেক কিছুই সেই বোঝে না। সব কিছুকে সহজ করে দেখাই গুনগুনের কাজ। এই সারল্যেই গুনগুন জিতে নিয়েছে মানুষের মন(khorkuto) ।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে সৌজন্য ওরফে কৌশিকের (Koushik Roy0 স্মার্টনেসে মুগ্ধ দর্শক। তাঁদের অনস্ক্রিন জুটিকে রিয়েল লাইফেও অনেকেই দেখতে চান। কিন্তু রিয়েল লাইফে তৃণা সাহা বিয়ে করেছেন নীল ভট্টাচার্যকে। ভালবাসার বিয়ে তাঁদের। নীল ও তৃণার জুটি পর্দায় নয় রিয়েল লাইফে জনপ্রিয়। মাঝে মধ্যেই নানা মজার ভিডিও তাঁরা দু'জনে একসঙ্গে শেয়ার করেন। সেই সব ভিডিও ভাইরালও হয়।
advertisement
advertisement
তবে এবার নীলের সঙ্গে নয় তৃণা (Trina saha) পাহাড়ে গিয়েছেন কৌশিকের সঙ্গে। কৌশিক রায় অর্থাৎ পর্দার সৌজন্যকে নিয়ে কালিম্পঙে গিয়েছেন তৃণা সাহা। বেড়াতে গিয়েছেন কি তাঁরা? নীলকে ছাড়াই চলে গেলেন তৃণা? যদিও নীল এখন ব্যস্ত নতুন ধারাবাহিক 'উমা' নিয়ে। সেই সঙ্গে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের কাজও রয়েছে নীলের হাতে। দু'টো কাজ সামলে সময় বার করা মুশকিল। তাই কি কৌশিককে নিয়ে বেড়াতে গেলেন তৃণা?
advertisement
কালিম্পঙে গিয়ে রিল ভিডিও বানালেন তৃণা। বারান্দায় ঝুলে ঝুলে গানের তালে নাচছেন তিনি। কালো ও সাদায় দারুণ মানিয়েছে তৃণাকে(khorkuto) ! ওদিকে কৌশিকও তেমনটাই। তবে খোঁজ করতেই জানা গেল অন্য বিষয়।
advertisement
তৃণা সাহা সত্যিই কালিম্পঙে গিয়েছেন কৌশিক (khorkuto) ওরফে সৌজন্যর সঙ্গে। আসলে শুধু তাঁরা নন। গোটা 'খড়কুটো' টিম গিয়েছেন সেখানে। পাহাড়ে চলছে শ্যুটিং। সঙ্গে রয়েছেন অম্বরিশ ভট্টাচার্যও। শ্যুটিংয়ের জন্যই তাঁরা রয়েছেন পাহাড়ে। সেখানে করছেন চুটিয়ে মজাও। সেই মজার কিছু মুহূর্ত তৃণা তুলে ধরেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khorkuto: "চুমে নিগাহসে চেহরা মেরা" ! নীল নয়, কৌশিককে নিয়ে পাহাড়ে গান গাইছেন তৃণা সাহা !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement