Khorkuto | Gungun | Trina Saha: 'খরকুটো'র জন্মদিনেই মৃত্যু হল গুনগুনের! তৃণা সাহার জন্য মন খারাপ টলিউডের! কোন পথে এগোবে সৌজন্য? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Khorkuto | Gungun | Trina Saha: ব্রেন টিউমারের সঙ্গে লড়াই জেতা হল না গুনগুনের! মন খারাপ গোটা টলিপাড়ার! এবার কী করবে সৌজন্য? দু'বছরের জন্মদিনেই খারাপ খবর শোনাল 'খরকুটো' ! জানুন
#কলকাতা: "খরকুটো'! ২০২০ সালে সকলের মন জয় করতে এসেছিল মুখার্জী পরিবার। আর সেই পরিবারের প্রাণ গুনগুন ওরফে তৃণা সাহা! পর্দায় গুনগুন ও সৌজন্যকে দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক। ভীষণ ছটফটে মনের মেয়ে গুনগুন। তাঁর মন ও মুখ এক কথা বলে। আজকের দিনে এমন সরল মেয়ে কোথায় পাওয়া যায়! আর ঠিক এই সরলতাতেই সকলের মন জিতে নিয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়! টিআরপি তালিকা যাই হোক না কেন, গুনগুন-সৌজন্যর ভালবাসা, মারপিট, আদর দেখতে মিস করেননি দর্শক!
প্রথম দিকে টিআরপি লিস্টে 'খরকুটো' প্রথম এবং প্রথম পাঁচের মধ্যেই থেকেছে। পরের দিকে অবশ্য বেশ কিছুটা পড়ে গিয়েছে টিআরপি। কিন্তু তাতে সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেউ নেননি। কিন্তু সব কিছুর একটা শেষ আছে। আজকাল সেই 'মা' সিরিয়াল বা 'জন্মভূমি'র মতো টানা ৪ বছর ধরে খুব কম ধারাবাহিকই চলে। শেষ 'মা' ধারাবাহিকটিই সব থেকে বেশি দিন চলেছে। তবে সেই অর্থে দেখতে গেলে ২ বছর পার করলো 'খরকুটো'! আর এবার বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। বুধবার ছিল এই ধারাবাহিকের জন্মদিন। আর আজকের দিনেই মারা গেল সিরিয়ালের অন্যতম মুখ গুনগুন।
advertisement
advertisement
advertisement
advertisement
হ্যাঁ, ঠিক পড়েছেন। গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হচ্ছে এই ধারাবাহিক। ব্রেন টিউমারে আক্রান্ত দেখানো হয় গুনগুনকে। কিন্তু অপারেশনের পর আর ফেরা হল না তাঁর। এভাবেই বিষাদ দিয়ে শেষ হতে চলেছে 'খরকুটো'! কিন্তু গুনগুনের এই মৃত্যু কিছুতেই মানতে পারছেন না দর্শকরা। অনেকেই সোশ্যাল মাধ্যমে কমেন্ট করে বলেছেন, এভাবে মৃত্যু দিয়ে কেন শেষ হচ্ছে ধারাবাহিক? একটা হ্যাপি এন্ডিং তো থাকতে পারত? কেন নেই? যদিও এ বিষয়ে তৃণা জানান, তিনিও এই শেষটায় খুশি নন। তবে গল্পের বিশ্বাসযোগ্যতা বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক, লেখিকা! তৃণা আরও জানান, খরকুটো ধারাবাহিকে মানুষ যেভাবে গুনগুনকে ভালবেসেছে তা তিনি ভুলতে পারবেন না! জানা যাচ্ছে আগামী সপ্তাতেই শেষ বার সম্প্রচারিত হবে 'খরকুটো'! তবে মন ভার করেই শেষ হচ্ছে ছটফটে গুনগুনের গল্প! প্রসঙ্গত এই ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়! গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করতেন তিনি। কয়েকমাস আগেই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছিল গোটা সেটে। টলিউডেও বটে। তবে সেই রেশ কাটতে না কাটতেই ফের দর্শকের মন খারাপ করেই শেষ হচ্ছে 'খরকুটো'!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2022 12:46 AM IST