Superstar's Father Is Still A Bus Driver: সুপারস্টার ছেলের আকাশছোঁয়া সাফল্যের পরও এই তারকা অভিনেতার বাবা এখনও বাসচালক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Superstar's Father Is Still A Bus Driver: বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা বন্ধ রেখে অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। ধীরে ধীরে কয়েক বছর ধরে জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়
মুম্বই: কেজিএফ-২ তারকা যশ তাঁর অনুরাগীদের কাছে পরিচিত ‘রকি ভাই’ নামে। তথাকথিত কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করেছেন তিনি। তাঁর ছবি রেকর্ড ভাঙা সাফল্য পেয়েছে বক্সঅফিসে। রঙিন এই সাফল্যের পিছনে অনেকেই জানেন না তাঁর কঠিন জীবনসংগ্রামের কথা। তবু কর্নাটকের ছোট্ট জেলা থেকে উঠে আসা এই অভিনেতা স্বপ্ন দেখতে ভুলে যাননি।
বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা বন্ধ রেখে অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। ধীরে ধীরে কয়েক বছর ধরে জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। অভিনয়প্রতিভার পাশাপাশি তিনি মুগ্ধ করেছেন বিনয়ী স্বভাব ও আচার আচরণেও। সম্প্রতি যশের আরও একটি দিক প্রকাশিত হয়েছে প্রখ্যাত পরিচালক এস এস রাজামৌলির আলাপচারিতায়। ‘বাহুবলী’, ‘আরআরআর’ ছবির পরিচালক রাজামৌলি যা জানিয়েছেন তাতে চোখের কোণে জল আসবেই। তিনি কথায় কথায় জানিয়েছেন যে যশের বাবা পেশায় একজন বাসচালক ছিলেন এবং এখনও তিনি বাস চালান।
advertisement
রাজামৌলির কথায়, ‘‘যশের বাবা যে পেশায় একজন বাসচালক, সে কথা জানতে পেরে আমি অভিভূত। আমি শুনেছি ছেলের এই সাফল্যের পরেও তিনি বাসচালকের কাজ করেন। আমার কাছে নিজের ছেলের থেকে যশের বাবা একজন বড় তারকা।’’
advertisement
আরও পড়ুন : বাধা কেটে ফুটবে বিয়ের ফুল, এ বছরই বিয়ে হতে পারে এই ৫ রাশির জাতক জাতিকাদের
যশ জানিয়েছেন তিনি ডিগ্রি অসমাপ্ত রেখে অভিনয়ের দুনিয়ায় এসেছিলেন। তাঁর বাবা মা চেয়েছিলেন ছেলে অন্তত পড়াশোনা শেষ করুক। তবে তাঁরা নিশ্চিত ছিলেন যে কিছু দিন পর তাঁর মোহ কেটে যাবে। অভিনয় ছেড়ে ফের ফিরে আসবেন লেখাপড়ার দুনিয়ায়। কিন্তু তাঁদের সেই ইচ্ছে সফল হয়নি। অভিনয়ের পেশাকে আঁকড়ে ধরেই থেকে যান যশ।
advertisement
২০১৬ সালে প্রেমিকা রাধিকাকে বিয়ে করেছেন যশ। দুই সন্তান আর্যা এবং অথর্বকে নিয়ে তাঁদের ভরা সংসার। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন এই তারকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 2:57 PM IST

