Kenneth Mitchell: ৪৯ বছর বয়সেই সব শেষ, প্রয়াত 'স্টার ট্রেক' ও 'ক্যাপ্টেন মার্ভেল' খ্যাত অভিনেতা কেনেথ মিশেল! প্রকাশ্যে এল মৃত্যুর কারণ

Last Updated:

Kenneth Mitchell: ৪৯ বছর বয়সেই সব শেষ, প্রয়াত কেনেথ মিশেল। 'স্টার ট্রেক: ডিসকভারি' ও 'ক্যাপ্টেন মার্ভেল' খ্যাত কানাডিয়ান অভিনেতা কেনেথ আলেকজান্ডার মিশেল বেশ কয়েক বছর ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলে। গত শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত কেনেথ মিশেল
প্রয়াত কেনেথ মিশেল
কেনেথ মিচেল: ৪৯ বছর বয়সেই সব শেষ, প্রয়াত কেনেথ মিশেল। ‘স্টার ট্রেক: ডিসকভারি’ ও ‘ক্যাপ্টেন মার্ভেল’ খ্যাত কানাডিয়ান অভিনেতা কেনেথ আলেকজান্ডার মিশেল বেশ কয়েক বছর ধরে স্নায়বিক সমস্যায় ভুগছিলে। গত শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিশেলের পরিবারের পক্ষ থেকে স্যোশাল মিডিয়ায় জানানো হয় তিনি গত পাঁচ বছর ধরে স্নায়বিক সমস্যায় অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা ALS রোগের ভুগছিলেন। সেই রোগ থেকে পক্ষাঘাত হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে।
advertisement
মিশেল ‘স্টার ট্রেক: ডিস্কভারি’তে ক্লিঙ্গন কোল, কোল শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিওতেও অভিনয় করেছেন। ‘স্টার ট্রেক: লোয়ার ডেকস’-এর একটি পর্বে আরও কয়েকটি চরিত্রে কণ্ঠও দিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাপ্টেন মার্ভেলে তিনি সুপারহিরো ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। তিনি ‘জেরিকো’ সিরিজে এরিক গ্রিন, ‘মিরাকেল’-এ হকি খেলোয়াড়, ‘ন্যান্সি ড্রু’ সিরিজে জোশুয়া ডড চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত। এছাড়াও অন্য বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে তিনি কাজ করেছেন।
advertisement
advertisement
প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকে তাঁর ছবি ইন্সট্রাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা কেনেথ আলেকজান্ডার মিশেল, প্রিয় বাবা, স্বামী, ভাই, ছেলে এবং প্রিয় বন্ধুর মৃত্যু ঘোষণা করছি।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kenneth Mitchell: ৪৯ বছর বয়সেই সব শেষ, প্রয়াত 'স্টার ট্রেক' ও 'ক্যাপ্টেন মার্ভেল' খ্যাত অভিনেতা কেনেথ মিশেল! প্রকাশ্যে এল মৃত্যুর কারণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement