Arijit-Amitabh: অরিজিতের গানে মুগ্ধ খুদে 'বিরাট'! KBC-র মঞ্চ থেকে গায়ককে ভিডিও কল অমিতাভের
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Arijit-Amitabh: সম্প্রতি কেবিসি-র মঞ্চে হাজির হয়েছিল অরিজিতের এক 'বিরাট'-ভক্ত! আর তার স্বপ্নপূরণ করতেই বিগ বি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ থেকে অরিজিতকে করেন ভিডিও কল।
মুম্বই: অরিজিত সিং-এর গানে মুগ্ধ তাঁর হাজারও ভক্ত। একটাবার তাঁকে চোখের দেখা দেখার জন্য ভিড় জমান তাঁর অনুরাগীরা। সম্প্রতি কেবিসি-র মঞ্চে হাজির হয়েছিল অরিজিতের এমনই এক ‘বিরাট’-ভক্ত! আর তার স্বপ্নপূরণ করতেই বিগ বি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ থেকে অরিজিতকে করেন ভিডিও কল।
ছত্তিশগড়ের ভিলাইয়ে বিরাট আইয়ার, গায়কের গুণমুগ্ধ ভক্ত। তার বয়স সাড়ে আট বছর। কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে সে পঞ্চাশ লাখের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সে। যদিও এক কোটির প্রশ্নে সে ব্যর্থ হয়।
advertisement
advertisement
তবে এইটুকু বয়সে বিরাটের প্রতিভা দেখে অবাক অমিতাভ। খুশি হয়ে তিনি ছোট্ট বিরাটকে দিলেন দারুণ উপহার। খুদের ইচ্ছেপূরণ করতেই অরিজিতকে কেবিসির মঞ্চ থেকেই ভিডিও কল করেন অমিতাভ। পর্দায় অরিজিতের ছবি ফুটে উঠতেই অবাক হয়ে যায় খুদে বিরাট। তার মুখে ফুটে ওঠে এক রাশ হাসি। বিগ বি অরিজিতকে জানান বিরাট তার এক বড় ভক্ত, পাশাপাশি তাঁরা সৌজন্য বিনিময়ও করেন।
advertisement
তারপর অমিতাভ জানান, কার্যত বিরাটের স্বপ্নসফল করতেই তিনি ভিডিও কল করেছেন। বিগ বি বলেন, ” বিরাট আপনার বড় ভক্ত। ওর বিশ্বাস করত একদিন না একদিন আপনার সঙ্গে ওর অবশ্যই দেখা হবে। তাই আমাদের পক্ষ থেকে আপনাকে ভিডিও কল করি। এটা আমাদের পক্ষ থেকে ওকে উপহার।” সব শুনে অরিজিতও খুব খুশি হন। পাশাপাশি খুদের সঙ্গে কথা বলতেও ভোলেন না গায়ক। কেমন আছে সে? তাও জানতে চান। ছোট্ট বিরাট বলে সে ঠিকঠাক আছে। এই সব কথার মধ্যে বিগ বি এও জানান যে অরিজিতের ব্যাপারে বিরাট কী কী জানিয়েছেন তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 8:49 AM IST

