KBC: '' এ কার পাল্লায় পড়লাম আজ...'', কেবিসি প্রতিযোগী আলোলিকা-র কথায় হেসে খুন অমিতাভ বচ্চন, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আলোলিকার একটার-পর-একটা মজার কথায় হেসে লুটিয়ে পড়লেন ইন্ডাস্ট্রির শাহেনসা! আলোলিকা আর অমিতাভের কথোপথনের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়! নেটিজেনদের মধ্যেও উঠেছে হাসির রোল!
মুম্বই: ঘরে-ঘরে জনপ্রিয়তার তুঙ্গে টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’! দেখতে দেখতে পোঁছে গিয়েছে সিজন ১৫- এ। এই সিজনের সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিলেন আলোলিকা ভট্টাচার্য গুহ। ৬৯ তম এপিসোডে তাঁর স্বতস্ফূর্ততায় হাসি চেপে রাখতে পারেননি বিগ বি-ও! দীর্ঘ তেইশ বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালক হিসাবে রয়েছেন অমিতাভ বচ্চন। এই প্রথম তাঁকে বলতে শোনা গেল, ” এ কার পাল্লায় পড়লাম আজ!” আলোলিকার একটার-পর-একটা মজার কথায় হেসে লুটিয়ে পড়লেন ইন্ডাস্ট্রির শাহেনসা! আলোলিকা আর অমিতাভের কথোপথনের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়! নেটিজেনদের মধ্যেও উঠেছে হাসির রোল!
जगण्याचा एवढा निरागस आनंद लुटता यायला हवा pic.twitter.com/mMI9i1fedt
— पाटील™ (@patilji_speaks) November 30, 2023
advertisement
‘জয় হো কেবিসি’… কথা শুরু করলেন আলোলিকা! তাঁর ভাষায়, ” আমার সব স্বপ্ন পূরণ করল কেবিসি! এখানে এসে কত বড় হোটেলে থাকছি! নিজের টাকায় তো থাকতে পারতাম না! বরের-ও অত টাকা নেই! জয় হো কেবিসি”! তিনি আরও বলেন, ” এমনিতে তো ট্রেনে সফর করি। কম টাকা নেয়। কিন্তু ব্যগপত্র নিজের কাছে রাখতে হয়, আর খানিক বাদে বাদে দেখতে হয়, ব্যাগ আছে কী নেই! কিন্তু এখানে এলাম প্লেনে চেপে। এই প্রথম প্লেনে চাপা। এরা বেশি টাকা নেয়, কিন্তু লাগেজ নিজেদের কাছে রাখে! চিন্তা নেই!” বলা বাহুল্য, আলোলিকার এহেন মজাদার কথায় বেজায় মজা পেয়েছেন অমিতাভ বচ্চন! বলেই ফেললেন, ” এ কিসসে পালা পড়া আজ… আজ কার পাল্লায় পড়লাম!”
advertisement
ফাস্টেস্ট ফিংগার ফাস্ট থেকে তরতরিয়ে হট-সিট-এ চলে আসেন আলোলিকা। মুখে একটাই মন্ত্র ” জয় হো কেবিস”! জানালেন, কোনওদিন ভাবেননি এই জায়গায় আসবেন। এমনকি শোয়ে কঠিন প্রশ্ন করা নিয়ে রীতিমত খোঁটা দেন তিনি! তবে সব-ই মজার ছলে! ১৩ নম্বর প্রশ্নে আউট হয়ে যান আলোলিকা। জিতে নেন ১২.৫ লাখ। আলোলিকার ভাইরাল ভিডিওতে নেটিজেনদের মন্তব্য, ” এই মহিলা বড় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হওয়ার যোগ্যতা রাখেন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 5:01 PM IST