Tamannaah Bhatia: মুক্তি পেল 'কাভালা'র হিন্দি ভার্সন! গান মুক্তির দিনে কী বললেন নায়িকা? জানলে অবাক হবেন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়ার 'জেলার' ছবির 'কাভালা' গানটির - 'তু আ দিলবরা' হিন্দি সংস্করণটি মুক্তি পেয়েছে।
মুম্বই: সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়ার ‘জেলার’ ছবির ‘কাভালা’ গানটির – ‘তু আ দিলবরা’ হিন্দি সংস্করণটি মুক্তি পেয়েছে। মুম্বাইতে গানের মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামান্না ভাটিয়া।
এ দিন ‘কাভালা’ গানটির বিষয়ে তামান্নাকে প্রশ্ন করলে তিনি জানান, “গানটি (কাভালা) বহু মানুষ পছন্দ করছেন। এই গানটি ট্রেন্ডিংয়েও রয়েছে। এই গান ছবিটির প্রচারে সাহায্য করছে। এটি একটি তামিল চলচ্চিত্র এবং আশা করা হচ্ছে এটি দেশের সব দর্শকের কাছে পৌঁছবে।”
advertisement
advertisement
এছাড়াও রজনীকান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তামান্না ভাটিয়া জানান, “রজনী স্যারের কাছ থেকে একটা জিনিস শিখেছি যে তিনি তার ভক্তদের খুব ভালোবাসেন। তাই তার ভক্তরাও তাঁকে ভালোবাসে। একবার তামিলনাড়ুর একটি গ্রামে রজনী স্যারের ছবি দেখতে গিয়েছিলাম, সিনেমা হল পূর্ণ ছিল এবং আমার বসার জন্য একটি স্টিলের চেয়ার আনা হয়।
advertisement
যখন ফিল্ম শুরু হয়েছিল, ১০ মিনিটের জন্য আমি বুঝতে পারিনি কি দৃশ্য চলছে। কারণ ছবিটি শুরু হতে না হতেই দর্শকরা বেলুন, ফুল, ছুঁড়ছিল,। রজনী স্যারের সঙ্গে ছবিতে কাজ করা আমার কাছে একটা ম্যাজিকাল মুহূর্ত।”
#WATCH | Actress Tamannaah Bhatia talks about her upcoming film ‘Jailer’; says, “People are loving the song (Kaavaalaa). It is trending. Normally we promote the film but this song has promoted us. It is a rooted Tamil film and hopefully, it will reach out to all the audience of… pic.twitter.com/eksb6Y1r7r
— ANI (@ANI) July 27, 2023
advertisement
‘কাভালা’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এই গান নিয়ে অনেক রিল তৈরি হচ্ছে। তামান্নাহ ভাটিয়া জানান, “প্রথমবার আমি নিজেই এই গানটির রিল তৈরি করে ইন্সটাতে পোস্ট করেছি, যা দর্শকদের ভীষণ ভাল লেগেছে।” তামান্না ছাড়াও এই ছবিতে রজনীকান্ত, মোহন লাল, রামা কৃষ্ণান এবং জ্যাকি শ্রফের মতো প্রবীণ তারকাদের দেখা যাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 7:18 PM IST