Rukmini Maitra as Draupadi: আমি জানতাম কেন রাম কমল রুক্মিণীকে দ্রৌপদীর চরিত্রে নিতে চেয়েছিলেন: দেব
- Reported by:Manash Basak
- Published by:Sanchari Kar
Last Updated:
Rukmini Maitra as Draupadi: দেব এবং মুম্বইয়ের প্রতীক চক্রবর্তী প্রযোজিত ছবিটি বাংলার দর্শকদের রাজসিক ভিজ্যুয়াল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ছবিটি প্রখ্যাত লেখিকা প্রতিভা রায়ের পুরষ্কার বিজয়ী ওড়িয়া উপন্যাস 'যজ্ঞসেনী'র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
কলকাতা: ‘দ্রৌপদী’তে রুক্মিণী মৈত্রকে পরিচালনা করবেন রামকমল মুখোপাধ্যায়। ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’-এর পর এটি হবে তাদের দ্বিতীয় মেগা সেলুলয়েড যাত্রা। থিয়েটারের কিংবদন্তি বিনোদিনী দাসীর উপর ভিত্তি করে তৈরি বায়োপিক তৈরি করেছেন রামকমল। মুখ্য চরিত্রে রুক্মিণী।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মস আবারও মহাভারতের জাদুকথাকে বড় পর্দায় আনতে সহযোগিতা করছে। বাংলার সুপারস্টার দেব এবং মুম্বইয়ের প্রতীক চক্রবর্তী প্রযোজিত ছবিটি বাংলার দর্শকদের রাজসিক ভিজ্যুয়াল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। ছবিটি প্রখ্যাত লেখিকা প্রতিভা রায়ের পুরষ্কার বিজয়ী ওড়িয়া উপন্যাস ‘যজ্ঞসেনী’র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
প্রতিভা রায়ের কথায়, “যজ্ঞসেনী ধৈর্য, তপস্যা এবং শক্তির একটি প্রতীক। এটি একটি সৃজনশীল সহযোগিতা, এবং রাম কমল নিজে একজন লেখক, অবশ্যই যজ্ঞসেনীর প্রতি ন্যায়বিচার করবেন। ‘আমি মনে করি নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বলার সঠিক সময়ে এসেছে।”
advertisement
advertisement
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজক দেব অধিকারী বলেছেন, “বিনোদিনী একটি নটির উপাখ্যানে রামকমলের কাজ দেখার পর, আমি বুঝতে পেরেছিলাম যে তার নান্দনিকতা এবং ভিজ্যুয়াল প্রেজেন্টেশনে দক্ষতার একটি আশ্চর্য বোধ আছে। যখন তিনি দ্রৌপদী তৈরির স্বপ্ন শেয়ার করেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে তিনি অবশ্যই বিষয়টির সঙ্গে পর্দায় ন্যায়বিচার করুন। আমি বিনোদিনীতে একজন শিল্পী হিসাবে রুক্মিণীর পরিসরও দেখেছি। আমি জানতাম কেন রাম কমল ওকে দ্রৌপদীর চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন। এটি একটি অনন্য সাধারণ অভিজ্ঞতা হতে চলেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2023 3:46 PM IST










