Jeetu Kamal Facebook Post: 'আমি প্রেমিক, বিকৃত নই...' জিতু কমলের ফেসবুক পোস্ট ঘিরে ফের তোলপাড় নেটদুনিয়া

Last Updated:
২০১৯ সালের মে মাসে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরেই বড় পর্দায় অভিষেক হয় জিতু কমলের। ব্যাপক সাফল্য আসে 'অপরাজিত'-র পরে।
1/8
জিতু কমল এবং তাঁর স্ত্রী নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদ নিয়ে গত বৃহস্পতিবার থেকে সরগরম টলিপাড়া
জিতু কমল এবং তাঁর স্ত্রী নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদ নিয়ে গত বৃহস্পতিবার থেকে সরগরম টলিপাড়া
advertisement
2/8
২০১৯ সালের মে মাসে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরেই বড় পর্দায় অভিষেক হয় জিতু কমলের। ব্যাপক সাফল্য আসে 'অপরাজিত'-র পরে। এরপরই লন্ডন পাড়ি দিয়েছিলেন অভিনেতা এবং তাঁর স্ত্রী নবনীতা দাস।
২০১৯ সালের মে মাসে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরেই বড় পর্দায় অভিষেক হয় জিতু কমলের। ব্যাপক সাফল্য আসে 'অপরাজিত'-র পরে। এরপরই লন্ডন পাড়ি দিয়েছিলেন অভিনেতা এবং তাঁর স্ত্রী নবনীতা দাস।
advertisement
3/8
কিন্তু তখনও বোঝা যায়নি এমন পরিণতি হতে চলেছে দাম্পত্যের। নবনীতা বিয়ে ভাঙার ঘোষণা করার পরেই তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। হতবাক তাঁদের অনুরাগীরা।
কিন্তু তখনও বোঝা যায়নি এমন পরিণতি হতে চলেছে দাম্পত্যের। নবনীতা বিয়ে ভাঙার ঘোষণা করার পরেই তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। হতবাক তাঁদের অনুরাগীরা।
advertisement
4/8
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন জিতু। যেখানে লেখা, আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই/আমি দোষারোপ, দোষী নই। পোস্টটি কি ইঙ্গিতবহ? তাই নিয়েই শুরু হয়েছে তরজা
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন জিতু। যেখানে লেখা, আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই/আমি দোষারোপ, দোষী নই। পোস্টটি কি ইঙ্গিতবহ? তাই নিয়েই শুরু হয়েছে তরজা
advertisement
5/8
সিনেমার শ্যুটিংয়ের জন্য ফের একবার লন্ডনে যান জিতু কমল। দিন কয়েকআগেই ফিরেছেন তিনি। বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে৷
সিনেমার শ্যুটিংয়ের জন্য ফের একবার লন্ডনে যান জিতু কমল। দিন কয়েকআগেই ফিরেছেন তিনি। বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
6/8
সম্প্রতি নিজের ফেসবুকে জিতু লেখেন, আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷ বিচ্ছেদের মধ্যে এ কেমন পোস্ট করলেন জিতু, তা নিয়েও চিন্তা বাড়ছে৷
সম্প্রতি নিজের ফেসবুকে জিতু লেখেন, আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷ বিচ্ছেদের মধ্যে এ কেমন পোস্ট করলেন জিতু, তা নিয়েও চিন্তা বাড়ছে৷
advertisement
7/8
কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছে না৷
কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছে না৷
advertisement
8/8
বারবার অভিনেত্রী বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷
বারবার অভিনেত্রী বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷
advertisement
advertisement
advertisement