Rukmini Maitra as Draupadi: ফের ছকভাঙা চরিত্র! সত্যবতীর পর এ বার দ্রৌপদী হচ্ছেন রুক্মিণী, প্রযোজনায় দেব

Last Updated:
Rukmini Maitra as Draupadi: দ্রৌপদির ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রাম কমলের সঙ্গে ইতিমধ্যেই 'নটী বিনোদিনী'-তে কাজ করে ফেলেছেন তিনি। সেই ছবিতেও মলাট চরিত্রে দেখা যাবে তাঁকে।
1/5
গতে বাঁধা 'ফর্মুলা' নয়, পর্দায় নতুনত্ব বিষয় তুলে ধরার পথে হেঁটেছে দেবের প্রযোজনা সংস্থা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা।
গতে বাঁধা 'ফর্মুলা' নয়, পর্দায় নতুনত্ব বিষয় তুলে ধরার পথে হেঁটেছে দেবের প্রযোজনা সংস্থা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা।
advertisement
2/5
'বাঘা যতীন', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র পর আরও একটি নতুন ছবি ঘোষণা। প্রতিভা রায়ের উপন্যাস 'যজ্ঞসেনী' অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। পরিচালনায় রাম কমল মুখোপাধ্যায়।
'বাঘা যতীন', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র পর আরও একটি নতুন ছবি ঘোষণা। প্রতিভা রায়ের উপন্যাস 'যজ্ঞসেনী' অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। পরিচালনায় রাম কমল মুখোপাধ্যায়।
advertisement
3/5
ছবিতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রাম কমলের সঙ্গে ইতিমধ্যেই 'নটী বিনোদিনী'-তে কাজ করে ফেলেছেন তিনি। সেই ছবিতেও মলাট চরিত্রে দেখা যাবে তাঁকে।
ছবিতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রাম কমলের সঙ্গে ইতিমধ্যেই 'নটী বিনোদিনী'-তে কাজ করে ফেলেছেন তিনি। সেই ছবিতেও মলাট চরিত্রে দেখা যাবে তাঁকে।
advertisement
4/5
চেনা ছকের বাইরে পা রেখে পর্দায় নিজেকে নিয়ে কাটাছেঁড়া করছেন রুক্মিণী। 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এ সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
চেনা ছকের বাইরে পা রেখে পর্দায় নিজেকে নিয়ে কাটাছেঁড়া করছেন রুক্মিণী। 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এ সত্যবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
advertisement
5/5
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রশংসিত রুক্মিণী। কেরিয়ারের গতিপথে 'দ্রৌপদী' কতটা এগিয়ে দেবে তাঁকে? এখন সেটাই দেখার।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রশংসিত রুক্মিণী। কেরিয়ারের গতিপথে 'দ্রৌপদী' কতটা এগিয়ে দেবে তাঁকে? এখন সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement