ক্যাটরিনার বাহুবলি যোগ !

Last Updated:

শেষমেশ বাহুবলির, বাহুর জোর থেকে মাঠে নেমেই পড়লেন ক্যাটরিনা কাইফ ৷

#মুম্বই: শেষমেশ বাহুবলির, বাহুর জোর থেকে মাঠে নেমেই পড়লেন ক্যাটরিনা কাইফ ৷ সলমনকে ভুলে, রণবীরকে পাত্তা না দিয়ে এবার সোজা প্রভাসের কোলে ঝাপ ক্যাটরিনার ! না না, বাহুবলি প্রভাসের সঙ্গে প্রেম করছেন না ক্যাটরিনা ৷ তবে প্রভাসের পরবর্তী ছবি ‘শাহো’ নায়িকা হিসেবে সই করে ফেলেছেন ক্যাটরিনা কাইফ !
ভারতীয় ছবি হিসেবে সেরা ছবির তকমা পেয়ে গিয়েছে বাহুবলি ৷ মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে বাহুবলি ২ ৷ এর আগে এত ব্যবসা কোনও ভারতীয় ছবি করতে পারেনি ৷ আর সেই সঙ্গে ছবির বাহুবলি অর্থাৎ প্রভাসও দারুণ হিট ৷ এই সব ব্যাপারকে মেপে নিয়েই ক্যাটরিনা সই করে ফেলেছেন প্রভাসের পরের ছবি বাহুবলিতে !
advertisement
সামনেই রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে মুক্তি পাবে জগ্গাজাসুস ৷ শ্যুটিং চলছে সলমনের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় ৷ আর এরপর প্রভাসের সঙ্গে ‘শাহো’র শ্যুটিংও শুরু হবে জলদিই ! শোনা গিয়েছে, ইতিমধ্যেই নাকি প্রভাসকে বেশ পছন্দ করে ফেলেছেন ক্যাটরিনা ৷ আর বাহুবলি-র বহর দেখেই নাকি শাহো-তে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যাটরিনার বাহুবলি যোগ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement