Katrina Kaif Pregnancy: মা হবেন ক্যাটরিনা? বিদেশের মাটিতেই সন্তানের জন্ম দেবেন নায়িকা! ভিকির সঙ্গে ভিডিও ভাইরাল

Last Updated:

Katrina Kaif Pregnancy: এ দেশে কারও নজরে যাতে পড়তে না হয়, সেই জন্যই লন্ডনে চলে গিয়েছেন ক্যাটরিনা। ওখানে অন্তঃসত্ত্বা নায়িকা নিজের মতো থাকতে পারবেন, কেউ বিরক্ত করবে না।

মুম্বই: ক’দিন আগেই গিয়েছে স্বামী ভিকি কৌশলের জন্মদিন। যেরকমটা আমরা করে থাকি এই সব উপলক্ষ্যে, ক্যাটরিনা কাইফও তা-ই করেছেন। ডিনার ডেটে গিয়েছেন স্বামীর সঙ্গে। সেই ডিনারের নানা মুহূর্তের হাসিখুশি ছবিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। গন্ডগোলটা বাঁধল ওই পোস্টে নায়িকা যে তিনটে সাদা হার্ট ইমোজি দিয়েছেন তা নিয়ে।
আসলে, ক্যাটরিনা কাইফ যে সন্তানসম্ভবা, সে নিয়ে শোরগোল একটা চলছে অনেক দিন ধরেই। এটা হিসেবের মধ্যেই পড়ে। যখনই কোনও নায়িকার বিয়ে হয়ে যায়, তার কিছু দিন পর থেকেই তাঁকে নিয়ে খবর রটতে থাকে ইতিউতি যে এবার তিনি মা হতে চলেছেন। এ নতুন কিছু নয়। কাজেই তিনটে হার্ট ইমোজি নায়িকা, নায়ক আর নতুন অতিথির আসার জল্পনা বাড়াল।
advertisement
advertisement
ফলে, ক্যাটরিনাকে নিয়েও খবর যখন রটল, ভক্তরা উৎসাহিত হলেন ঠিকই, তবে ওই পর্যন্তই, আদতে তো কিছু বোঝার উপায় নেই। তবে, যত দিন যেতে থাকল, ক্যাটরিনার সন্তান প্রসবের খবর পোক্ত হয়ে উঠতে থাকল।
advertisement
যেমন, সবাই বলছেন এ দেশে কারও নজরে যাতে পড়তে না হয়, সেই জন্যই লন্ডনে চলে গিয়েছেন ক্যাটরিনা। ওখানে অন্তঃসত্ত্বা নায়িকা নিজের মতো থাকতে পারবেন, কেউ বিরক্ত করবে না। তার পরে যখন লন্ডনের পথে ক্যাটরিনা আর ভিকির পায়চারির এক ভিডিও ভাইরাল হল, তখন সবাই ধরে নিলেন যে সন্তান প্রসবের খবর সত্যি, তা গুজব নয়। কারণ ওই ভিডিওতে নায়িকাকে দেখা গিয়েছে বেশ বড় মাপের, ওভারসাইজ এক লং কোটে। বেবি বাম্প ঢাকার চেষ্টা?
advertisement
advertisement
এবার যে খবর এল, তাতে সব গুজবকে সত্যি বলে সিলমোহর দিতেই হয়। ক্যাটরিনা এবং ভিকির ঘনিষ্ঠ এক মুখপাত্র জানিয়েছেন সংবাদমাধ্যমে যে নায়িকা সত্যিই মা হতে চলেছেন। প্রথম সন্তানের জন্ম তিনি লন্ডনে দেবেন। সে কারণে ভিকিও এখন স্ত্রীর সঙ্গে সেখানেই আছেন। এবার দেখার, ক্যাটরিনা আর ভিকি কবে আনুষ্ঠানিক ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Pregnancy: মা হবেন ক্যাটরিনা? বিদেশের মাটিতেই সন্তানের জন্ম দেবেন নায়িকা! ভিকির সঙ্গে ভিডিও ভাইরাল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement