#মুম্বই: আট বছরের বালিকাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ। তারপর নির্মমভাবে খুন। পুলিশের চার্জশিটের পর তিন মাস আগের জম্মুর হাড়হিম ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তোলপাড়। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদে বিস্ফোরক সেলিব্রিটিরা। এমন নৃশংস ঘটনাতেও পুরোদমে চলছে রাজনীতি। চাপের মুখে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নির্ভয়াকাণ্ডের মতোই শুরু হয়েছে নাগরিক-প্রতিবাদের প্রস্তুতি। সচ্চার হয়ে উঠেছেন বলিউডের সেলিব্রিটিরাও ! ট্যুইটারে গোটা ঘটনার তীব্র বিরোধীতা করেছেন সোনম কাপুর, ফারহান আখতার, রীতেশ দেশমুখ, জাভেদ আখতার, বীর দাসের মতো তারকারা ৷ src="https://static.bengali.news18.com/static-bengali/2018/04/tw-1.jpg" alt="tw 1" width="733" height="490" />
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Farhan Akhtar, Javed Akhtar, Kathua Rape, Sonam Kapoor