নেটিজেনদের মত 'উইন্ডোজ এর ব্যানারে মুক্তি পেলে হিট হত,' মুক্তির পরই বিতর্কে 'কথামৃত'
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Kathamrita Movie: দর্শকরা বলছেন ছবিটা বেশ সুন্দর, কিন্তু নন্দনে কোনও শো দেওয়া হয়নি
কলকাতা : মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য অভিনীত ছবি "কথামৃত"। এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলে এই ছবি । পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। মুক্তির আগে থেকে ছবি "কথামৃত" নিয়ে দর্শকদের মধ্যে একটা উৎসাহ ছিল। বেশ কিছু সিনেমাহলে মুক্তি পেয়েছে এই ছবি।
দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। অনেকেই বলছেন উইন্ডোজ-এর সিনেমা হলে এটা সুপারহিট হয়ে যেত। তাহলে কি প্রতিটি সিনেমার হিট হওয়ার পিছনে থাকে অন্য কোনও রাজনীতি? নাকি সেটা ভিত্তিতে থাকে কোনও প্রোডাকশন হাউসের অন্য কোনো খেলা? দর্শকরা বলছেন ছবিটা বেশ সুন্দর, কিন্তু নন্দনে কোনও শো দেওয়া হয়নি।
গল্পের প্রেক্ষাপটের কেন্দ্রে আছেন নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুন : টাইগারের সঙ্গে বিচ্ছেদ! দিশার জীবনে প্রেমের বসন্ত নিয়ে এলেন কে
সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘ দিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।
advertisement
ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। ছবির পরিচালক জিৎ চক্রবর্তী জানান "এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যর এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই "কথামৃত"। ছবিটি মুক্তি পেয়েছে "জালান প্রোডাকশন" এর ব্যানারে প্রযোজক প্রীতম জালান এর প্রযোজনায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 9:26 AM IST