Home /News /entertainment /

সাদা শাড়িতে যৌবনে ভরপুর 'কসৌটি জিন্দেগি কে'র প্রেরণা ! ইনস্টাগ্রামে উঠল ঝড়

সাদা শাড়িতে যৌবনে ভরপুর 'কসৌটি জিন্দেগি কে'র প্রেরণা ! ইনস্টাগ্রামে উঠল ঝড়

একতা কাপুরকে যেমন ধারাবাহিকপ্রেমীরা সবাই এক ডাকে চেনেন, তেমনই তাঁর প্রযোজিত 'কসৌটি জিন্দগি কে ২'-এর প্রেরণা আর অনুরাগ জুটির কথা কে না জানে?

 • Share this:

  #মুম্বই: একতা কাপুরকে যেমন ধারাবাহিকপ্রেমীরা সবাই এক ডাকে চেনেন, তেমনই তাঁর প্রযোজিত 'কসৌটি জিন্দেগি কে ২'-এর  প্রেরণা আর অনুরাগ জুটির কথা কে না জানে? তবে শুধু ওই ছোটপর্দাতেই নয়, বাস্তব জীবনের প্রেরণাও কিন্তু খুব জনপ্রিয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। মাঝে মাঝেই নিজের নানা লুক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রেরণা থুড়ি এরিকা। এরিকা ফার্নান্ডেজ। সম্প্রতি আবার নিজের ছবি ইন্সটাগ্রামে আপলোড করতেই তাই প্রশংসায় ছেয়ে গিয়েছে কমেন্ট সেকশন। এ বার তাঁর পছন্দ সাদা শাড়িতে নিজেকে নিখুঁত ভাবে সাজিয়েছেন এরিকা।

  ফ্যাশনের শেষ কথা যে শাড়ি, সে কথা এক বাক্যে স্বীকার করে নেন বলিউড ডিভারাও। করিনা কাপুর খান থেকে করিশ্মা কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, সবাই বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরতেই পছন্দ করেন। টেলি-তারকা এরিকাও এ ব্যাপারে একমত। না-ই বা হলেন ছায়াছবির নায়িকা, কিন্তু তাঁর স্টাইল স্টেটমেন্টও বলিউডের যে কোনও নায়িকাকে টেক্কা দিতে পারে, তা রীতিমতো হিংসে করার মতো অনেক সফল নায়িকার কাছেই।
  সাদা শাড়িতে এ বার একেবারে মোহময়ী লাগছে এরিকাকে। বরাবরই ছিমছাম সাজ আর পোশাক বেশি পছন্দ করেন 'কসৌটি জিন্দগি কে ২'-এর প্রেরণা। এ বারেও তার অন্যথা হয়নি। সাদা শাড়িতে রূপ যেন চলকে পড়ছে অভিনেত্রীর। সঙ্গে ঝোলা দুল, হাতে এক গাছা চুড়ি। মুখে মেক-আপ প্রায় নেই বললেই চলে। একই সাজের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী। https://www.instagram.com/p/CFbc6KZnboM/?utm_source=ig_web_copy_link অন্য একটি ছবিতে আবার শুধু চোখদুটোই দেখিয়েছেন এরিকা। ক্যাপশনও দিয়েছেন জুতসই - 'আঁখো কি গুস্তাখিয়া'। ছবি আপলোড করতে না করতেই এরিকার অনুরাগীরা এসে ভিড় করেছেন কমেন্ট সেকশনে। কেউ লিখছেন , 'বিউটি', কেউ আবার বলছেন 'সাদায় তোমায় দারুণ মানিয়েছে'। "তোমায় রানির মতো চোখ ঝলসানো লাগছে', এমন প্রশংসাও পেয়েছেন এরিকা। তবে এরিকার জনপ্রিয়তা থাকলেও টিআরপি-র নিরিখে একেবারে মুখ থুবড়ে পড়েছে  'কসৌটি জিন্দগি কে ২'। তাই খুব শিগগির শেষ হয়ে যাবে এই শো। সিরিয়ালের শেষ পর্বটি দেখা যাবে আগামী ৩ অক্টোবর। শেষ পর্বের জন্য এ মাসের ১৭ তারিখ শ্যুটিং সেরেছেন এরিকা। শোনা যাচ্ছে, শেষ পর্বে প্রেরণা আর অনুরাগের মিলন হয়ে যাবে দর্শকের চাহিদা মতো।
  Published by:Akash Misra
  First published:

  Tags: Television

  পরবর্তী খবর