#মুম্বই: একতা কাপুরকে যেমন ধারাবাহিকপ্রেমীরা সবাই এক ডাকে চেনেন, তেমনই তাঁর প্রযোজিত 'কসৌটি জিন্দেগি কে ২'-এর প্রেরণা আর অনুরাগ জুটির কথা কে না জানে? তবে শুধু ওই ছোটপর্দাতেই নয়, বাস্তব জীবনের প্রেরণাও কিন্তু খুব জনপ্রিয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। মাঝে মাঝেই নিজের নানা লুক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রেরণা থুড়ি এরিকা। এরিকা ফার্নান্ডেজ। সম্প্রতি আবার নিজের ছবি ইন্সটাগ্রামে আপলোড করতেই তাই প্রশংসায় ছেয়ে গিয়েছে কমেন্ট সেকশন। এ বার তাঁর পছন্দ সাদা শাড়িতে নিজেকে নিখুঁত ভাবে সাজিয়েছেন এরিকা।
ফ্যাশনের শেষ কথা যে শাড়ি, সে কথা এক বাক্যে স্বীকার করে নেন বলিউড ডিভারাও। করিনা কাপুর খান থেকে করিশ্মা কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, সবাই বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরতেই পছন্দ করেন। টেলি-তারকা এরিকাও এ ব্যাপারে একমত। না-ই বা হলেন ছায়াছবির নায়িকা, কিন্তু তাঁর স্টাইল স্টেটমেন্টও বলিউডের যে কোনও নায়িকাকে টেক্কা দিতে পারে, তা রীতিমতো হিংসে করার মতো অনেক সফল নায়িকার কাছেই।View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Television