Kartik Aaryan: উত্তরবঙ্গের কোথায় ‘আশিকি ৩’-র শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান? সেলফির জন্য ভিড় ভক্তদের! দেখুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Kartik Aaryan: ডুয়ার্সে বলিউডের ছোঁয়া, ‘আশিকি ৩’-এর শ্যুটিং দেখতে উপচে পড়া ভিড়! দেখুন কার্তিক আরিয়ানকে। সঙ্গে কে জানেন?
জলপাইগুড়ি: ডুয়ার্সে বলিউডের ছোঁয়া, ‘আশিকি ৩’-এর শ্যুটিং দেখতে উপচে পড়া ভিড়! ডুয়ার্সের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবার বলিউডের ক্যামেরাবন্দি! মালবাজার মহকুমার ওদলাবাড়ির লিস নদীর তীরে চলছে ‘আশিকি ৩’-এর শ্যুটিং।
বিখ্যাত পরিচালক অনুরাগ বসুর হাত ধরে এই রোমান্টিক ছবির শ্যুটিং দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রীলীলা। দু’জনকেই একঝলক দেখার জন্য সকাল থেকেই মানুষজন ভিড় জমিয়েছেন শ্যুটিং স্পটে।
আরও পড়ুন: হাতে আর একদিন, তারপরেই ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি! ভাসবে কোন কোন জেলা?
কেউ চাইলেন সেলফি, কেউবা কাছ থেকে দেখতে চান প্রিয় তারকাকে। শ্যুটিং দেখতে আসা স্থানীয়দের কথায়, “বলিউডের সিনেমা তো পর্দায় অনেক দেখেছি, কিন্তু এত কাছ থেকে শ্যুটিং দেখব, তা ভাবিনি। কার্তিক আরিয়ানকে নিজের চোখে দেখলাম, এটা স্বপ্নের মতো লাগছে!” ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
advertisement
advertisement
আরও পড়ুন: হু হু করে বাড়ছে গরম, জেলা জুড়ে সকালে হবে প্রাথমিক বিদ্যালয়, কবে থেকে জানেন?
তবে উত্তেজনা সামলানো দায়! বাংলা সিনেমার শ্যুটিং ডুয়ার্সে আগে হয়েছে, কিন্তু বলিউডের এত বড় প্রোজেক্ট এখানে শ্যুট হচ্ছে, তা স্থানীয় বাসিন্দাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। পর্যটন ব্যবসায়ীরাও আশায় বুক বাঁধছেন। ডুয়ার্সের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যদি বলিউডের আরও পরিচালকদের নজরে আসে, তাহলে পর্যটনশিল্প আরও সমৃদ্ধ হবে বলেই মতো তাঁদের একাংশের। আপাতত, ‘আশিকি ৩’-র জ্বরে কাঁপছে গোটা এলাকা!
advertisement
সুরজিৎ দে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2025 8:27 PM IST









