Primary School Timing Changed: হু হু করে বাড়ছে গরম, জেলা জুড়ে সকালে হবে প্রাথমিক বিদ্যালয়, কবে থেকে জানেন?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Primary School Timing Changed: তীব্র গরমের জন্য সকালে হবে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্লাস। জারি নির্দেশিকা। কোন জেলায় শুরু হল জেনে নিন...
পশ্চিম মেদিনীপুর: দিনের পর দিন বাড়ছে গরম। চৈত্র মাসেও গ্রীষ্মের মতো তাপমাত্রা। মার্চের শেষে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি হতে পারে। এবার সেই আশঙ্কা জেনে পশ্চিম মেদিনীপুরের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ১৬ এপ্রিল থেকে সকালে স্কুল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সমস্ত বিদ্যালয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এমন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি অভিভাবক থেকে শিক্ষকদের মধ্যে। বসন্তেই তীব্র দাবদাহ জঙ্গলমহল মেদিনীপুর জুড়ে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে তাপমাত্রা প্রায় ৪০-এর কাছাকাছি।
আরও পড়ুন: দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ, পাশ করলেই কোটি টাকার প্যাকেজে চাকরি! টপাররা দেখে রাখুন
গরমের দাবদাহ পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে আগামী ১৬ এপ্রিল থেকে সকালে স্কুল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে সেই মর্মে মর্নিং সেশন বা প্রাতবিভাগের স্কুল করার নির্দেশিকা জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামী ১৬ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি মর্নিং সেশনে বা সকালে পরিচালিত হবে। বনচাটুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র জানিয়েছেন, “দিনদিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে সকালে স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল দশটার পর থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। দাবদাহ বজায় থাকছে বিকেল প্রায় সাড়ে চারটা পর্যন্ত। সে ক্ষেত্রে বিদ্যালয়ে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। সকালে স্কুল হলে ছোট ছোট বাচ্চাদের এমন অবস্থা সৃষ্টি হবে না।”
advertisement
আরও পড়ুন: যাঁরা সাদা রঙের পোশাক পরতে পছন্দ করেন, তাঁদের চরিত্র কেমন হয় জানেন? জানুন জ্যোতিষকথা
জানা গিয়েছে গরমের ছুটির আগে এবং পরে জেলার স্কুলগুলি সকালে পরিচালিত হবে এমনটাই জানিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার সকাল সাড়ে ছটা থেকে এগারোটা এবং শনিবার সকাল ন’টা পর্যন্ত স্কুল হবে। নিয়ম মেনে দিতে হবে মিড ডে মিল। পরবর্তীতে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সিদ্ধান্তে বদল হবে, নয়তো সকালে স্কুল হবে।
advertisement
চৈত্র এখনও শেষ হয়নি, এর মধ্যেই বাতাসের লু-এর প্রভাব। জেলাজুড়ে প্রতিদিন বাড়ছে গরম। সেক্ষেত্রে ছোট ছোট ছেলেমেয়েদের বিপদের আশঙ্কা থাকছে। ছোট ছোট শিশুদের কথা ভেবে সিদ্ধান্তে খুশি সকলে।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 2:03 PM IST