Kartik Aaryan: 'কার্তিক প্লিজ'! এক ঝলক দেখার জন্য কার্তিক আরিয়ানের বাড়ির সামনে যা করলেন দুই যুবতী...
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kartik Aaryan: সকাল সকাল মুম্বইতে কার্তিক আরিয়ানের বাড়ির সামনে হাজির দুই যুবতী। তারপর...
#মুম্বই: কার্তিক আরিয়ান (KARTIK AARYAN)। বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। কার্তকের ভক্ত সংখ্যা বলিউডে কম নয়। ইতিমধ্যেই তিনি ভূমি পেডনেকর, সারা আলি খান, অনন্যা পাণ্ডে সহ বহু অভিনেত্রীর সঙ্গেই জমিয়ে কাজ করেছেন। কার্তিকের সব ছবিতেই থাকে তারুণ্যের ছোঁয়া। খুব একটা রাশভারি ছবিতে তিনি এখনও অভিনয় করেননি। হালকা মিষ্টি প্রেমের ছবি একাই মাতিয়ে দিতে পারেন কার্তিক আরিয়ান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল (Viral video) হয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভাইরাল ভায়ানি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইতে কার্তিকের বাড়ির সামনে সকাল সকাল পৌঁছে গিয়েছেন দুই যুবতী। প্রতিদিন মুম্বইয়ে সেলেবদের বাড়ির সামনে অনেকেই ভিড় জমান। তাদের প্রিয় সেলেবের এক ঝলক দেখার জন্য।
advertisement
advertisement
শাহরুখ খান (Shahrukh khan) ও সলমন খানের (Salman Khan)বাড়ির সামনে ভক্তদের ভিড় সব সময় লেগে থাকে। শাহরুখ বা সলমনের জন্মদিনে তো ভিড় জমেই। সে ছবি বহুবার সামনে এসেছে। তবে দূরের শহর থেকে শুধু নিজের পছন্দের সেলেবের এক ঝলক দেখার জন্যও বহু মানুষ প্রায় প্রতিদিন এই সেলেবদের বাড়ির সামনে জমা হন। কখনও এক ঝলক দেখা পেয়েও যান ভক্তরা। শাহরুখ বা সলমন বা অন্য সেলেবরা বাড়ি থেকে বেরোনোর সময় ভক্তদের এক ঝলক দেখা দেন।
advertisement
তবে শাহরুখ বা সলমন শুধু নন, এই লিস্টে কার্তিকের (KARTIK AARYAN)নামও আছে। যুবতীরা কার্তিকের জন্য পাগল। এই দুই যুবতী সকাল সকাল মুখে মাস্ক পরে হাজিসর হন কার্তিক আরিয়ানের বাড়ির সামনে। তারপর শুরু করেন চিৎকার করতে। কার্তিক কার্তিক বলে তাঁরা চিৎকার করতে থাকেন। একজন যুবতী কেঁদেও ফেলেন কার্তিকের দেখা পাওয়ার জন্য। সকাল সকাল দুই যুবতীর চিৎকারে বাইরে বেরিয়ে আসেন কার্তিক। হাত নেড়ে তাঁদের সঙ্গে ভালবাসা বিনিময় করেন।
advertisement
এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয় (Viral Video)। বহু মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। নেটিজেনরা মেতেছেন এই ভিডিওতে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 3:50 PM IST