Kartik Aaryan-Tara Sutaria: নতুন প্রেম কার্তিকের! কোন নায়িকার সঙ্গে গোপন মুহূর্ত ফাঁস?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নায়িকার সঙ্গেই ডিনার ডেটে দেখা গেল অভিনেতা কার্তিক আরিয়ানকে৷ ডিনারের পর জড়িয়ে ধরে দুজনে একে অপরকে বিদায়ও জানালেন৷
বলিউডের অন্যতম ‘হ্যান্ডসাম হাঙ্ক’ কার্তিক আরিয়ান৷ তাঁর প্রেম নিয়ে জোর চর্চা চলে ইন্ডাস্ট্রির অন্দরে৷ এবার এক নায়িকার সঙ্গে ডিনার ডেটে গিয়ে ক্যামেরা বন্দি হলেন কার্তিক৷ তবে কি এই নায়িকার সঙ্গেই সম্পর্কে আছেন নায়ক?
সাদা শার্ট সঙ্গে কালো প্যান্টে সুসজ্জিত কার্তিক৷ সঙ্গে সুন্দরী নায়িকা তারা সুতারিয়া৷ নায়িকার পরণে ছিল কালো টিউব টপ এবং অ্যানিম্যাল প্রিন্টেড স্কার্ট৷ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারের’ নায়িকার সঙ্গেই ডিনার ডেটে দেখা গেল অভিনেতা কার্তিক আরিয়ানকে৷ ডিনারের পর জড়িয়ে ধরে দুজনে একে অপরকে বিদায়ও জানালেন৷
আরও পড়ুন: কিয়ারা থেকে হেমা, রানি কাজলের বাড়ির পুজোতে চাঁদের হাট! কোন কোন তারকাদের দেখা মিলল পুজোতে?
advertisement
advertisement
একটি নামী হোটেল থেকে ডিনার ডেটের পর কার্তিক এবং তারাকে বেরিয়ে আসতে দেখা যায়৷ তাদের দেখতে পেয়েই ছেঁকে ধরে পাপারাজ্জির দল৷ মিডিয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন তারা৷ চটজলদি তিনি সেখান থেকে চলে যান৷
গত মাসে একটি ইভেন্টে একসঙ্গে দেখা যায় কার্তিক এবং তারাকে৷ তখন থেকেই তাঁদের সম্পর্কের গুজব শোনা গিয়েছে৷ যদিও নিজেদের সম্পর্ক এখনও মুখ খোলেননি কার্তিক বা তারা কেউই৷ কার্তিক এবং তারাকে একসঙ্গে ‘আশিকি ৩’ ছবিতে দেখা যাবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2023 7:57 PM IST