Durga Puja 2023: কিয়ারা থেকে হেমা, রানি কাজলের বাড়ির পুজোতে চাঁদের হাট! কোন কোন তারকাদের দেখা মিলল পুজোতে?

Last Updated:
রানি মুখোপা‍ধ‍্যায় এবং কাজলের বাড়ির পুজোতে দুই বলি অভিনেত্রীর পাশাপাশি উপস্থিত থাকেন মুম্বইয়ের আরও অনেক তারকা। মুখার্জী বাড়ির পুজোতে এবছর সামিল হলেন কোন তারকারা?
1/9
বাঙালীর শ্রেষ্ঠ উ‍ত্‍সবে মেতে উঠেছে মুম্বইও। মুম্বইয়ের অন‍্যতম সেরা কয়েকটি পুজোর মধ‍্যে একটি হল নর্থ বম্বে সর্বজনীন দুর্গোত্‍সব, যা পরিচিত ‘মুখার্জীবাড়ির পুজো’ নামে। রানি মুখোপা‍ধ‍্যায় এবং কাজলের বাড়ির পুজোতে দুই বলি অভিনেত্রীর পাশাপাশি উপস্থিত থাকেন মুম্বইয়ের আরও অনেক তারকা। মুখার্জী বাড়ির পুজোতে এবছর সামিল হলেন কোন তারকারা?
বাঙালীর শ্রেষ্ঠ উ‍ত্‍সবে মেতে উঠেছে মুম্বইও। মুম্বইয়ের অন‍্যতম সেরা কয়েকটি পুজোর মধ‍্যে একটি হল নর্থ বম্বে সর্বজনীন দুর্গোত্‍সব, যা পরিচিত ‘মুখার্জীবাড়ির পুজো’ নামে। রানি মুখোপা‍ধ‍্যায় এবং কাজলের বাড়ির পুজোতে দুই বলি অভিনেত্রীর পাশাপাশি উপস্থিত থাকেন মুম্বইয়ের আরও অনেক তারকা। মুখার্জী বাড়ির পুজোতে এবছর সামিল হলেন কোন তারকারা?
advertisement
2/9
হাতে শাঁখা পলা পরে একেবারে বাঙালি সাজে পুজো মণ্ডপে এসেছিলেন রানি। সোনালি রঙা শাড়িতে অপূর্ব সুন্দর মুখার্জি বাড়ির কন‍্যা।
হাতে শাঁখা পলা পরে একেবারে বাঙালি সাজে পুজো মণ্ডপে এসেছিলেন রানি। সোনালি রঙা শাড়িতে অপূর্ব সুন্দর মুখার্জি বাড়ির কন‍্যা।
advertisement
3/9
মুখার্জী বাড়ির আর এক কন‍্যা কাজলেরও দেখা মিলল পুজো মণ্ডপে। সপ্তমীতে গোলাপি শাড়িতে সেজেছিলেন তিনি।
মুখার্জী বাড়ির আর এক কন‍্যা কাজলেরও দেখা মিলল পুজো মণ্ডপে। সপ্তমীতে গোলাপি শাড়িতে সেজেছিলেন তিনি।
advertisement
4/9
মুখার্জী বাড়ির দুর্গাপুজোতে দেখা গেল হেমা মালিনীকে। মেয়ে এষা দেওলের সঙ্গে রানির বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন তিনি।
মুখার্জী বাড়ির দুর্গাপুজোতে দেখা গেল হেমা মালিনীকে। মেয়ে এষা দেওলের সঙ্গে রানির বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন তিনি।
advertisement
5/9
অভিনেত্রী কিয়ারা আডবানীও এসেছিলেন পুজো মণ্ডপে। সালোয়ারের সাজে তাঁকে রানির সঙ্গে ভোগ খেতে দেখা গিয়েছে।
অভিনেত্রী কিয়ারা আডবানীও এসেছিলেন পুজো মণ্ডপে। সালোয়ারের সাজে তাঁকে রানির সঙ্গে ভোগ খেতে দেখা গিয়েছে।
advertisement
6/9
 মুম্বইবাসী আর এক বঙ্গতনয়া সুমনা চর্কবর্তী। ‘দ‍্য কপিল শর্মা শো’ খ‍্যাত এই তারকাকে হালকা গোলাপি রঙের শাড়িতে পুজো মণ্ডপে দেখা গেল।
মুম্বইবাসী আর এক বঙ্গতনয়া সুমনা চর্কবর্তী। ‘দ‍্য কপিল শর্মা শো’ খ‍্যাত এই তারকাকে হালকা গোলাপি রঙের শাড়িতে পুজো মণ্ডপে দেখা গেল।
advertisement
7/9
পরিচালক ইমতিয়াজ আলিও উপস্থিত ছিলেন রানি কাজলের বাড়ির পুজোতে।
পরিচালক ইমতিয়াজ আলিও উপস্থিত ছিলেন রানি কাজলের বাড়ির পুজোতে।
advertisement
8/9
 রানি মুখোপাধ‍্যায়ের সঙ্গে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। পুজোতে এসেছিলেন তিনিও।
রানি মুখোপাধ‍্যায়ের সঙ্গে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। পুজোতে এসেছিলেন তিনিও।
advertisement
9/9
অভিনেত্রী ইশিতা দত্ত এবং তাঁর স্বামী ব‍ত্‍সল শেঠকেও দেখা গেল পুজো মণ্ডপে।
অভিনেত্রী ইশিতা দত্ত এবং তাঁর স্বামী ব‍ত্‍সল শেঠকেও দেখা গেল পুজো মণ্ডপে।
advertisement
advertisement
advertisement