Kartik Aaryan Buys New Apartment: মুম্বইয়ে নয়া বিলাসবহুল আস্তানা কার্তিকের! দাম শুনলে চমকে যাবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kartik Aaryan Buys New Apartment: নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন কার্তিক। মুম্বইয়ে জুহু অঞ্চলে নতুন সেই আস্তানা কিনতে তাঁর খরচ হয়েছে ১৭.৫০ কোটি টাকা।
কলকাতা: ছবি হোক বা ব্যক্তিজীবন, নানা কারণে বারবার শিরোনামে উঠে আসেন অভিনেতা কার্তিক আরিয়ান। এ বারও অন্যথা হল না। নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি। মুম্বইয়ে জুহু অঞ্চলে নতুন সেই আস্তানা কিনতে তাঁর খরচ হয়েছে ১৭.৫০ কোটি টাকা।
জানা গিয়েছে, জুহুর প্রেসিডেন্সি কর্পোরেটিভ সোসাইটির সিদ্ধিবিনায়ক বিল্ডিংয়ে কার্তিকের নতুন অ্যাপার্টমেন্ট। তবে কার্তিক এবং তাঁর পরিবারের কাছে এই বিল্ডিং নতুন নয়। কারণ সেখানে আট তলায় তাঁদের একটি অ্যাপার্টমেন্ট আছে। দ্বিতীয় ফ্লোরে কার্তিকের নতুন আস্তানাটি। তাঁর অ্যাপার্টমেন্টটি রয়েছে ১৯১৬ বর্গফুট জায়গা জুড়ে। এই অ্যাপার্টমেন্টটির জন্য অভিনেতা ১.০৫ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি কেনেন। তবে কার্তিক নন, তাঁর মা মালা তিওয়ারির নামে অর্থ লেনদেন হয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘প্রেগন্যান্ট হেমা মালিনী’! ঘুণাক্ষরে টের পায়নি কেউ, স্ত্রীর জন্য কী করেছিলেন ধর্মেন্দ্র জানেন?
advertisement
আরও পড়ুন: উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় ঠিকরে বেরোচ্ছে দ্যুতি, ঘোড়ার আস্তাবলে এ কোন ‘পরী’,ছবি না দেখলেই মিস!
২০১৯ সালে অভিনেতা ভার্সোভার রাজকিরণ কো-অপ হাউজিং সোসাইটিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে জানা গিয়েছে। এই ফ্ল্যাটটি কার্তিকের জন্য বিশেষ। কারণ তিনি স্ট্রাগলের দিনগুলিতে সেই ফ্ল্যাটেই ভাড়া থাকতেন। সেটি ৪৫৯ বর্গফুট বিস্তৃত (মোট ক্ষেত্রফল 551 বর্গফুট)। ১.৬০ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটি কেনা হয়। যার মধ্যে ৯.৬০ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 8:02 AM IST