বধূ নির্যাতনের মামলা করলেন করিশ্মা কাপুর !

Last Updated:

করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর বিবাহবিচ্ছেদ নিয়ে গোটা বলিউডে নানা খবর ৷ সেই খবরের তালিকায় এবার এসে পড়ল, করিশ্মার নতুন পদক্ষেপ ! সম্প্রতি করিশ্মা কাপুর সঞ্জয়ের বিরুদ্ধে আনলেন বধূ নির্যাতনের অভিযোগ ৷ এমনকী, মুম্বই কোর্টে দায়ের করলেন পিটিশনও ৷ ঠিক কী হয়েছিল করিশ্মার সঙ্গে ? করিশ্মা জানালেন নিজের মুখেই ৷

#মুম্বই: করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর বিবাহবিচ্ছেদ নিয়ে গোটা বলিউডে নানা খবর ৷ সেই খবরের তালিকায় এবার এসে পড়ল, করিশ্মার নতুন পদক্ষেপ ! সম্প্রতি করিশ্মা কাপুর সঞ্জয়ের বিরুদ্ধে আনলেন বধূ নির্যাতনের অভিযোগ ৷ এমনকী, মুম্বই কোর্টে দায়ের করলেন পিটিশনও ৷ ঠিক কী হয়েছিল করিশ্মার সঙ্গে ? করিশ্মা জানালেন নিজের মুখেই ৷
করিশ্মার কথায়, ‘অশান্তি শুরু হয় বিয়ের আগের দিন থেকেই ৷ বিয়ের আগের দিন আমার মাকে সঞ্জয়ের বাবা খুব খারাপ কথা বলেছিলেন, মাকে আমি লুকিয়ে কাঁদতেও দেখেছি ৷ তখন ভেবেছিলাম বিয়েটা করব না ৷ কিন্তু পরে আমাকে সঞ্জয় বুঝিয়েছিল সে ঘটনা এমন কিছু নয় ৷ তাই রাজি হলাম ৷ ’ করিশ্মা বললেন আরও, ‘প্রথম অশান্তি হল, আমাদের ইউকে ট্রিপ বাতিল হওয়ার পর ৷ ছেলের জ্বরের জন্য সেই ট্যুর বাতিল করতে হয়েছিল ৷ তা নিয়ে খুব অশান্তি করেছিল সঞ্জয় ৷’
advertisement
পিটিশনে করিশ্মা লিখেছেন, ‘সঞ্জয় আমার জনপ্রিয়তাকে ভর করে নিজে জনপ্রিয় হতে চেয়েছিল ৷ পরে সেটা না হওয়ায় আমার ওপর চড়াও হতে শুরু করে সঞ্জয় ৷ তার প্রতিবাদ করলে, অশান্তি আরও বাড়ত ৷ এমনকী, সঞ্জয় তাঁর মাকে বলেছিল আমাকে যেন চড় মারে !’
advertisement
অন্যদিকে সঞ্জয় কাপুর জানিয়েছেন, ‘করিশ্মার এই অভিযোগ একেবারেই মিথ্যে ৷ করিশ্মা আমাকে বিয়ে করে শুধু অর্থের জন্য ৷ আর এখন আমার ওপর বধূ নির্যাতনের মামলা করছে ৷ ’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বধূ নির্যাতনের মামলা করলেন করিশ্মা কাপুর !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement