বধূ নির্যাতনের মামলা করলেন করিশ্মা কাপুর !
Last Updated:
করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর বিবাহবিচ্ছেদ নিয়ে গোটা বলিউডে নানা খবর ৷ সেই খবরের তালিকায় এবার এসে পড়ল, করিশ্মার নতুন পদক্ষেপ ! সম্প্রতি করিশ্মা কাপুর সঞ্জয়ের বিরুদ্ধে আনলেন বধূ নির্যাতনের অভিযোগ ৷ এমনকী, মুম্বই কোর্টে দায়ের করলেন পিটিশনও ৷ ঠিক কী হয়েছিল করিশ্মার সঙ্গে ? করিশ্মা জানালেন নিজের মুখেই ৷
#মুম্বই: করিশ্মা কাপুর-সঞ্জয় কাপুর বিবাহবিচ্ছেদ নিয়ে গোটা বলিউডে নানা খবর ৷ সেই খবরের তালিকায় এবার এসে পড়ল, করিশ্মার নতুন পদক্ষেপ ! সম্প্রতি করিশ্মা কাপুর সঞ্জয়ের বিরুদ্ধে আনলেন বধূ নির্যাতনের অভিযোগ ৷ এমনকী, মুম্বই কোর্টে দায়ের করলেন পিটিশনও ৷ ঠিক কী হয়েছিল করিশ্মার সঙ্গে ? করিশ্মা জানালেন নিজের মুখেই ৷
করিশ্মার কথায়, ‘অশান্তি শুরু হয় বিয়ের আগের দিন থেকেই ৷ বিয়ের আগের দিন আমার মাকে সঞ্জয়ের বাবা খুব খারাপ কথা বলেছিলেন, মাকে আমি লুকিয়ে কাঁদতেও দেখেছি ৷ তখন ভেবেছিলাম বিয়েটা করব না ৷ কিন্তু পরে আমাকে সঞ্জয় বুঝিয়েছিল সে ঘটনা এমন কিছু নয় ৷ তাই রাজি হলাম ৷ ’ করিশ্মা বললেন আরও, ‘প্রথম অশান্তি হল, আমাদের ইউকে ট্রিপ বাতিল হওয়ার পর ৷ ছেলের জ্বরের জন্য সেই ট্যুর বাতিল করতে হয়েছিল ৷ তা নিয়ে খুব অশান্তি করেছিল সঞ্জয় ৷’
advertisement
পিটিশনে করিশ্মা লিখেছেন, ‘সঞ্জয় আমার জনপ্রিয়তাকে ভর করে নিজে জনপ্রিয় হতে চেয়েছিল ৷ পরে সেটা না হওয়ায় আমার ওপর চড়াও হতে শুরু করে সঞ্জয় ৷ তার প্রতিবাদ করলে, অশান্তি আরও বাড়ত ৷ এমনকী, সঞ্জয় তাঁর মাকে বলেছিল আমাকে যেন চড় মারে !’
advertisement
অন্যদিকে সঞ্জয় কাপুর জানিয়েছেন, ‘করিশ্মার এই অভিযোগ একেবারেই মিথ্যে ৷ করিশ্মা আমাকে বিয়ে করে শুধু অর্থের জন্য ৷ আর এখন আমার ওপর বধূ নির্যাতনের মামলা করছে ৷ ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2016 3:20 PM IST