Aamir Khan-Karishma Kapoor: আমির কেন ‘মিস্টার পারফেকশনিস্ট’? ‘আন্দাজ আপনা আপনা’ শ্যুটেই আন্দাজ করেছিলেন করিশ্মা
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aamir Khan-Karishma Kapoor: সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওই ছবির প্রসঙ্গে আলোচনা কথা বলেছেন করিশ্মা। কথা বলতে গিয়ে স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী ফিরে গিয়েছিলেন ওই ছবির শ্যুটিংয়ের সময়ে।
বি-টাউনে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেয়েছেন আমির খান। তবে তিনি যে সত্যি সত্যিই প্রতিটি কাজে নিখুঁত, তা ঢের আগেই টের পেয়েছিলেন করিশ্মা কাপুর! এমনটাই জানিয়েছেন সুন্দরী অভিনেত্রী। তাঁর বক্তব্য, ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করার সময়ই আমিরের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অবতারের সঙ্গে পরিচয় ঘটেছে তাঁর।
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। এই ছবির কমেডি, গান এবং কিংবদন্তী চরিত্রগুলির কথা আজও ভক্তদের মুখে মুখে ফেরে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন খান, আমির খান, করিশ্মা কাপুর এবং রবিনা ট্যান্ডন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওই ছবির প্রসঙ্গে আলোচনা কথা বলেছেন করিশ্মা। কথা বলতে গিয়ে স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী ফিরে গিয়েছিলেন ওই ছবির শ্যুটিংয়ের সময়ে। ডাইনিং টেবিলের একটি দৃশ্য শ্যুট হচ্ছিল। যেখানে টেবিলে রাখা খাবার খাওয়ার কথা ছিল ক্ষুধার্ত আমিরের। কিন্তু শ্যুটিং হওয়ার আগে তিনি টেবিলে রাখা সমস্ত জিনিস নিখুঁত ভাবে সাজিয়েগুছিয়ে নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: ডায়াবেটিস দূরে পালাবে! রোজ রাতে ঘুমনোর আগে একটি করে চিবিয়ে খান, বহু রোগের যম এই একটি মশলা!
advertisement
করিশ্মা স্মৃতিচারণ করে আরও বলেন, “আমরা সেই সময় মাঢ আইল্যান্ডের একটা বাংলোয় শ্যুট করছিলাম। যার নাম পুনাওয়ালা বাংলো। আর সেখানেই বেশির ভাগ দৃশ্য শ্যুট করা হয়েছিল। সেই সব কিছুর মধ্যে আমার নির্দিষ্ট ভাবে এই ডাইনিং টেবিলের দৃশ্যটার কথাই মনে আছে। আমির সত্যিই এতটা পারফেরশনিস্ট যে, টেবিলের উপর প্লেট থেকে শুরু করে নুন এবং গোলমরিচ – এই সব কিছুই সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছিল!” অভিনেত্রী আরও বলেন, “সেই সময়ই আমি প্রথম বারের জন্য উপলব্ধি করেছিলাম যে, একজন অভিনেতা কীভাবে এতটা পারফেকশনিস্ট হতে পারেন!”
advertisement
এখানেই শেষ নয়, ওই ছবির শ্যুটিংয়ের সময়কার মজাদার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। ছবির শেষ দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময়ই ঘটে গিয়েছিল আজব মজার ঘটনা। করিশ্মার কথায়, “আমরা ওই সময় সকলেই প্রচুর সময় কাজ করতাম। দিনে মোটামুটি ৩-৪টে শিফট করতাম। রাত ৯টা-১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলত শ্যুটিং। ক্লাইম্যাক্সের দৃশ্যে আমাকে এবং রবিনাকে একটি পিলারের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। সেই দৃশ্যের শ্যুটিং চলাকালীন একবার বিরতি হয়েছিল। সেই সময় তাঁরা আমাদের পিলার থেকে খুলতেই ভুলে গিয়েছিলেন। আমরা তো বলছি, ‘হ্যালো হ্যালো, দয়া করে আমাদের বাঁধনটা তো খুলে দাও’। আমরা ওই সময় সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আর খুব ভাল সময় ছিল সেটা!”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 6:16 PM IST