Kareena Kapoor Shahid Kapoor: শাহিদ কাপুরকে 'জাস্ট' পাত্তাই দিলেন না করিনা! রেড কার্পেটের এই ভিডিও এখন তোলপাড় ভাইরাল
- Published by:Raima Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Kareena Kapoor Shahid Kapoor: রেড কার্পেটে শাহিদকে দেখা যায় পরিচালক জুটি রাজ এবং ডিকে-র সঙ্গে। ঠিক সেই সময়েই সেখান দিয়ে হেঁটে আসছিলেন করিনা। তারপর?
নয়াদিল্লি: সেই ২০০৪ সালে ফিদা ছবির সেটে প্রেম। ২০০৭ পর্যন্ত একসঙ্গে থাকা। শোনা যায়, জব উই মেট ছবিটা করার সময়েই না কি নিজেদের পথ আলাদা করে নেন করিনা কাপুর খান আর শাহিদ কাপুর। তবে, কাজের জায়গা যেখানে বলিউড, সেখানে প্রাক্তনদের দেখা একেবারেই হবে না, তাও কী আর সম্ভব!
এবারেও যেমন সেটাই হল। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চলতি বছরের পুরস্কারের আসর বসেছিল মঙ্গলবার রাতে। রেড কার্পেটে শাহিদকে দেখা যায় পরিচালক জুটি রাজ এবং ডিকে-র সঙ্গে। ঠিক সেই সময়েই সেখান দিয়ে হেঁটে আসছিলেন করিনা।
আরও পড়ুন: ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে
খুবই ভারি এক লেহঙ্গার সাজে ধরা দিয়েছিলেন পতৌদি ঘরণী। সেটা সামলাতে পিছনে একজন ছুটছিলেন প্রায় বলা যায়। হেঁটে আসতে আসতে যখন সবার মুখোমুখি হলেন নায়িকা, পরিচালকদের দেখে হাসলেন, হাতও নাড়লেন। শাহিদও যে সেখানে, তাঁর ভাবভঙ্গী দেখে বোঝাই গেল না। পাত্তাই দিলেন না তিনি প্রাক্তনকে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বেবি ডল’ আলিশা ‘মেড ইন ইন্ডিয়া’ গেয়ে মাত করেছিলেন! কিন্তু গায়িকার ‘সর্বনাশ’ করেন অনু মালিক? জানলে শিউরে উঠবেন
শাহিদ অবশ্য এই নিয়ে কোনও রকম অস্বস্তিতে পড়েননি। করিনাকে দেখেই মৃদু হেসে মুখ নামিয়ে নিয়েছিলেন তিনি। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।
অবশ্য, এই পাত্তা না দেওয়া এবং পাত্তা না পাওয়ার ব্যাপারটা চলছে দুই পক্ষেই অনেক বছর ধরে বিচ্ছেদের পর থেকে। এই যেমন করিনা এক অতীত সাক্ষাৎকারে সাফ জানিয়েছিলেন, শাহিদ তাঁকে বিয়েতে ডাকেননি, সেই জন্যই তিনি যাননি। তবে আমন্ত্রণ না পেলেও তাঁর শুভেচ্ছা যে শাহিদের জন্য তোলা, সে কথা জানিয়েছিলেন। সাংবাদিকদের একটু বকুনিও দিয়েছিলেন মৃদু ভাবে। বলেছিলেন, এটা বাস্তব জীবন, ছবির সেট নয়, অতএব কে কাকে বিয়েতে আমন্ত্রণ জানাবেন, তা নিয়ে জলঘোলা করার দরকার নেই।
advertisement
জল কিন্তু ঘোলা হয়েই চলেছিল। সেই জন্য বহু বছর পরে মুখ খুলতে হয়েছিল শাহিকেও। করিনার বিয়েতে কেন যাননি, পড়তে হয়েছিল এই প্রশ্নের মুখে। ঠিক মনে পড়ছে না এত দিন বাদে, তবে বোধহয় আমন্ত্রণ জানানো হয়নি, এটুকু বলেই প্রশ্নে ইতি টেনেছিলেন নায়ক।
দেখা যাক, এবার এই উপেক্ষা নিয়ে পরে তাঁরা কিছু বলেন না কি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2024 1:44 PM IST
