Alia-Ranbir Second Baby Plan: দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আলিয়া-রণবীরের? জল্পনা উস্কে দিলেন করিনা কাপুর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Alia-Ranbir Second Baby Plan: তবে কি এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর আলিয়া জুটি। এবার সমস্ত জল্পনা উস্কে দিলেন আলিয়ার ননদ করিনা কাপুর খান।
মুম্বই: ২০২২ সালে চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার। দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হন তারকা জুটি। বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। মাত্র ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। চলতি বছরের নভেম্বরেই মেয়ে রাহার এক বছর জন্মদিন পালন করেছেন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে। তবে কি এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর আলিয়া জুটি। এবার সমস্ত জল্পনা উস্কে দিলেন আলিয়ার ননদ করিনা কাপুর খান।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ আসেন ননদ-বৌদি জুটি করিনা কাপুর ও আলিয়া ভাট। প্রতিবার করিনা কাপুর অতিথি হিসেবে আসেন তবে এইবারও তাঁর ব্যতিক্রম হল না৷ খোলামেলা আড্ডায় সেখানে এসেই বেফাঁস মন্তব্য করেন অভিনেত্রী৷
advertisement
advertisement
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
মেয়ে রাহার প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয় কে বেশিক্ষণ ওঁর সঙ্গে কাটাবে৷ আলিয়া এই কথা বলতে না বলতেই করিনা বলে ওঠেন, এক কাজ করো,দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও৷ তা হলে দুজনের কাছে দুটো সন্তান থাকবে৷ ননদের কথা শুনে খানিক লাজুক হেসে ফেলেন আলিয়া৷ তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন রণবীর ও আলিয়া? আলিয়ার হাসি দেখে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 12:15 AM IST