Alia-Ranbir Second Baby Plan: দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আলিয়া-রণবীরের? জল্পনা উস্কে দিলেন করিনা কাপুর

Last Updated:

Alia-Ranbir Second Baby Plan: তবে কি এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর আলিয়া জুটি। এবার সমস্ত জল্পনা উস্কে দিলেন আলিয়ার ননদ করিনা কাপুর খান।

দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আলিয়া-রণবীরের?
দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আলিয়া-রণবীরের?
মুম্বই: ২০২২ সালে চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার। দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হন তারকা জুটি। বিয়ের সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া ভাট। মাত্র ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। চলতি বছরের নভেম্বরেই মেয়ে রাহার এক বছর জন্মদিন পালন করেছেন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে। তবে কি এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন রণবীর আলিয়া জুটি। এবার সমস্ত জল্পনা উস্কে দিলেন আলিয়ার ননদ করিনা কাপুর খান।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ আসেন ননদ-বৌদি জুটি করিনা কাপুর ও আলিয়া ভাট। প্রতিবার করিনা কাপুর অতিথি হিসেবে আসেন তবে এইবারও তাঁর ব্যতিক্রম হল না৷ খোলামেলা আড্ডায় সেখানে এসেই বেফাঁস মন্তব্য করেন অভিনেত্রী৷

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
advertisement
মেয়ে রাহার প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয় কে বেশিক্ষণ ওঁর সঙ্গে কাটাবে৷ আলিয়া এই কথা বলতে না বলতেই করিনা বলে ওঠেন, এক কাজ করো,দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও৷ তা হলে দুজনের কাছে দুটো সন্তান থাকবে৷ ননদের কথা শুনে খানিক লাজুক হেসে ফেলেন আলিয়া৷ তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন রণবীর ও আলিয়া? আলিয়ার হাসি দেখে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia-Ranbir Second Baby Plan: দ্বিতীয় সন্তানের পরিকল্পনা আলিয়া-রণবীরের? জল্পনা উস্কে দিলেন করিনা কাপুর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement