মুম্বই : বুধবার গভীর রাতে করা করণ জোহরের পোস্ট নিয়ে বাড়ছে রহস্য৷ বলিউডের এই খ্যাতনামী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি নিয়ে লিখেছেন ৷ আর এক পোস্টে লুকিয়ে আছে আঘাত ও প্রেমের ইঙ্গিতও৷ তাঁর প্রথম পোস্ট স্পর্শকাতরতা বা সংবেদনশীলতা নিয়ে৷ তাঁর দ্বিতীয় পোস্টে উঠে এসেছে ভালবাসা তথা প্রেম আঘাতের কথা৷ তাঁর দ্বিতীয় পোস্টের অর্থ হল, প্রতি আঘাতে যদি প্রলেপ লাগাবে, তাহলে ভালবাসা তো পুড়ে ছাই হয়ে যাবে৷ তাঁর এই দুই পোস্টের কারণ কিছু স্পষ্ট হয়নি এখনও৷ তবে অনুরাগীদের মধ্যে বাড়ছে জল্পনা৷
নেপোটিজম ঝড় কাটিয়ে কাজের দিকে অবশ্য করণ দিব্যি আছেন৷ দীর্ঘ বিরতির পর তাঁর টক শো ‘কফি উইথ করণ’-এর সপ্তম মরশুম গত মাসে শুরু হয়েছে৷ এখনও পর্যন্ত চারটি পর্ব সম্প্রচারিত হয়েছে৷ পরবর্তী পর্বে দেখা যাবে ‘লাল সিং চড্ঢা’-র নায়ক নায়িকা আমির খান এবং করিনা কপূরকে৷ পরিচালক হিসেবেও ফিরছেন করণ৷ ২০১৬-র ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর মুক্তি পাবে করণের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’৷ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমির মতো তারকারা ৷ সদ্যই শেষ হয়েছে ছবির শ্যুটিং৷
আরও পড়ুন : ৫৭ বছরের ছেলের মায়ের বয়স ৪০! কী বললেন আমির খান, জানুন
ছবির শ্যুটিং শেষ হওয়া উপলক্ষে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন করণ৷ সঙ্গে ছিল একটি ভিডিও৷ সেখানে ছবির তারকারা কেক কেটে উদযাপন করলেন শ্যুটিংয়ের অন্তিম পর্ব ৷ ভিডিওর ক্যাপশনে করণ লেখেন এই ছবিটা তাঁর হৃদয়ের টুকরো৷ এই ছবি আসলে এক যাত্রাপথ যা তাঁর হৃদয়ের খুব কাছের ৷ পরিচালকের চেয়ারে বসে তাঁর মনে হয়েছিল যেন কত বছর বাড়িতে ফিরলেন ৷
আরও পড়ুন : হাজির গাঢ় রঙের সুতোয় গাঁথা হিরের রাখী! কেনার আগে জেনে নিন দাম
View this post on Instagram
তারকা থেকে শুরু করে ক্যামেরার পিছনে থাকা অসংখ্য মুখ-সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন করণ ৷ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তি পাবে আগামী বছর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Karan johar