Karan Johar: ধর্মা-র ৫০ শতাংশ শেয়ার বিক্রি, কেন? খবর জানাজানি হতেই ট্রোলড করণ জোহর
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Karan Johar: ধর্মা প্রোডাকশনের তরফে এখনও পর্যন্ত কোনও নতুন ছবির নাম ঘোষণা করা হয়নি।
মুম্বই: ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। সোমবার এই খবরে সীলমোহর দিয়েছেন করণ জোহর নিজেই। এর জন্য আদার পুনাওয়ালা ১০০০ কোটি টাকা খরচ করেছেন বলে জানা গিয়েছে।
এই খবর সামনে আসার পর করণ জোহরকে রীতিমতো কটাক্ষে বিঁধলেন অভিনেতা জাভেদ জাফরি। সেরাম ইনস্টিটিউটই ভারতে কোভিড ১৯ ভ্যাকসিন তৈরি করে। এই কর্মকাণ্ডের পুরোভাগে ছিলেন আদার নিজে। তিনি সেরিন প্রোডাকশনের মাধ্যমে করণের ধর্মা প্রোডাকশনে বিনিয়োগ করেছেন বলে জানা গিয়েছে।
এই চুক্তির খবরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন জাভেদ জাফরি। তবে সেখানেই থামেননি তিনি। কটাক্ষ করে করণের পরবর্তী ছবির নামও বেছে দিয়েছেন তিনি। জাভেদ লিখেছেন, “পরবর্তী ছবি: কভি খুশি কভি সেরাম।”
advertisement
advertisement
আরও পড়ুন: বলিউড নায়িকার প্রেমে পাগল বিবাহিত কুমার শানু, গোপন সম্পর্ক জানতেই ডিভোর্স! গায়কের প্রেমজীবন শুনলে চমকে যাবেন
জাভেদের পোস্টে রীতিমতো হামলে পড়েছেন নেটিজেনরা। কেউ জাভেদের সঙ্গে সুর মিলিয়ে করণের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। আবার কেউ কেউ এটাকে ব্যবসার অঙ্গ হিসাবেই দেখছেন। তবে জাভেদের মতো করণকে পরবর্তী ছবির নাম বেছে দিয়েছেন নেটিজেনদের অনেকেই। একজন লিখেছেন, ছবির নাম হবে “ভ্যাকসিন কে বাদ সে কুছ কুছ হোতা হ্যায়।” আরেকজন রসিকতা করে লিখেছেন, “কোভি খুশি কোভি গম।”
advertisement
আরও পড়ুন: খাবার খেয়েই মনে হয় গপাগপ দুটো মিষ্টি খাই? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন! এখনই জানুন
চুক্তি প্রসঙ্গে করণ জোহর বলেছেন, “প্রথম দিন থেকেই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প মানেই ধর্মা প্রোডাকশন, যা ভারতীয় সংস্কৃতির সারাংশকে ধারণ করে। আমার বাবা এমন ছবি তৈরির স্বপ্ন দেখেছিলেন যা সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। জীবন দিয়ে সেই কাজকেই আমি এগিয়ে নিয়ে গিয়েছি। আজ, আদার, আমার ঘনিষ্ঠ বন্ধু, ব্যক্তিক্রমী দূরদর্শী লিডার এবং উদ্ভাবকের সঙ্গে হাত মেলাচ্ছে ধর্মা প্রোডাকশন, এর উত্তরাধিকারকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। এই অংশীদারিত্ব আমাদের হৃদয়গ্রাহী গল্প বলার দক্ষতা এবং ব্যবসার যুগলবন্দী হয়ে উঠবে।”
advertisement
সঙ্গে করণ যোগ করেছেন, “এটা বিশ্বের বিনোদনকে আলিঙ্গন করার মুহূর্তেও নিজেদের শিকড়কে সম্মান করার বিষয়। ধর্মার যাত্রাপথ অসাধারণ ছিল। এই সহযোগিতার ফলে এমন কনটেন্ট তৈরির সম্ভাবনার জগত খুলে যাবে যা সীমানা এবং প্রজন্ম জুড়ে অনুরণিত হবে।”
আদর পুনাওয়ালার শেয়ার কেনার পর ধর্মা প্রোডাকশনের তরফে এখনও পর্যন্ত কোনও নতুন ছবির নাম ঘোষণা করা হয়নি। এদিকে অভিনেতা জাভেদ জাফরিকে বড় পর্দায় শেষবার দেখা গিয়েছিল ‘জাদুগর’ ছবিতে, ২০২২ সালে। ছোট পর্দায় ‘তাজা খবর’-এর দ্বিতীয় সিজন নিয়ে হাজির হয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 7:45 PM IST