Karan Johar: 'জঘন্য নিম্নরুচির কাজ'! নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ জোহর, পরিচালকের নিশানায় কোন কমেডিয়ান?

Last Updated:

Karan Johar: করণের মতে, ট্রোলাররা এমনটাই করতেই পারে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের কাছ থেকে এটা তিনি প্রত্যাশা করেননি।

নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ
নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ
মুম্বই: নিজের মিমিক্রি দেখে ক্ষেপে গেলেন পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, খুবই ‘নিম্নরুচির কাজ’। করণের মতে, ট্রোলাররা এমনটাই করতেই পারে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের কাছ থেকে এটা তিনি প্রত্যাশা করেননি।
করণ কোনও টিভি শো বা কমেডিয়ানের নাম করেননি। তবে নেটিজেনরা মনে করছেন, ‘ম্যাডনেস মাচায়েঙ্গে – ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’ নামের টিভি শো-র কেতন সিংয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন পরিচালক।
ইনস্টাগ্রামে করণ জোহর লিখেছেন, “মায়ের সঙ্গে বসে টিভি দেখছিলাম… নামি চ্যানেলের রিয়েলিটি কমেডি শো-এর প্রোমো এল… খুব নিম্নরুচির সঙ্গে আমাকে নকল করছিল… ট্রোলাররা এমনটা করতেই পারে, কিন্তু ২৫ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন একজনকে যদি ইন্ডাস্ট্রির লোকেরাই সম্মান না দেয়… এই ঘটনায় রাগ হয়নি, দুঃখ পেয়েছি”।
advertisement
advertisement
করণকে সমর্থন করেছেন প্রযোজক একতা কাপুর। ইনস্টাগ্রামে করণের পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “বহুবার এমনটা হয়েছে। টিভি শো-তে কুৎসিত হাস্যরসের জোয়ার বয়ে গিয়েছে। এমনকী অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও। এর পরেও ওঁরা আশা করে, আমরা সেখানে যাব! করণ, আপনার একটা সিনেমা বা ক্লাসিক মিমিক্রি করে দেখাতে বলুন ওঁদের”। একতার এই পোস্ট রিপোস্ট করেছেন করণ। সঙ্গে লিখেছেন, “তোমায় ভালবাসি একতু”।
advertisement
নেটিজেনরা বলছেন, কৌতুক অভিনেতা কেতন সিংকেই নিশানা করেছেন করণ জোহর। সম্প্রতি সোনি টিভিতে শুরু হয়েছে, ‘ম্যাডনেস মাচায়েঙ্গে – ইন্ডিয়া কো হাসায়েঙ্গে’ নামের শো। সেখানে ‘কফি উইথ করণ’-এর শো-র মিমিক্রি করেন কেতন। করণের মতো পোশাক পরে সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেন তিনি। সেলিব্রিটিরাও কৌতুক অভিনেতা। কোনও না কোনও তারকার মিমিক্রি করেন তাঁরা।
advertisement
কমেডি শো-তে কেতনের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘টফি উইথ চুরন’। স্টার কিডদের লঞ্চ করা থেকে করণের নাচ, সবকিছু নিয়েই মজা করেন কেত্তন। খোঁচা দেন বিভিন্ন বিষয়ে। অনুষ্ঠানে বিচারকের আসনে রয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। শোতে হর্ষ গুজরাল, স্নেহিল, অঙ্কিতা শ্রীবাস্তব, পরিতোষ ত্রিপাঠি, কুশল বদ্রিক, ইন্দর সাহনি এবং গৌরব দুবেও রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar: 'জঘন্য নিম্নরুচির কাজ'! নিজের মিমিক্রি দেখে রেগে আগুন করণ জোহর, পরিচালকের নিশানায় কোন কমেডিয়ান?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement