Home /News /entertainment /
মাদাম তুসোয় এবার করণ জোহরের মোমের মূর্তি !

মাদাম তুসোয় এবার করণ জোহরের মোমের মূর্তি !

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

করণের জীবনে এখন শুধুই খুশি, নো গম ! একদিকে টুক টুক করে বেড়ে উঠছে রুহি আর যশ ৷

 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: করণের জীবনে এখন শুধুই খুশি, নো গম ! একদিকে টুক টুক করে বেড়ে উঠছে রুহি আর যশ ৷ আর অন্যদিকে একের পর এক হিট দিয়ে জমে উঠেছে ধর্মা প্রোডাকশন ৷ ঠিক এই সময়ই খবর এল, মাদাম তুসোয় মোমের মূর্তির জন্য আমন্ত্রণ পেয়েছেন করণ জোহর ৷ আর একথা করণ নিজেই জানালেন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ৷

  আরও পড়ুন 
  বলিউডের নতুন সুপারহিরো ভবেশ যোশী

  ইনস্টাগ্রামে করণ লিখলেন, ‘খুবই গর্বের ব্যাপার ৷ ভারতীয় ছবির প্রথম কোনও পরিচালকের মোমের মূর্তি স্থান পাবে মাদাম তুসোর মিউজিয়ামে৷ এটা সত্যিই খুব সম্মানের ব্যাপার ৷’

  karan 2

  করণের বাড়িতে এসে পৌঁছেছে লন্ডনের টিম ৷ চলছে মোপজোক ৷ খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে করণ জোহরের মোমের মূর্তি ৷

  আরও পড়ুন 
  মা-বাবার সঙ্গে থাকেন কেন আপনি? ইন্টারনেটে ট্রোলড হলেন অভিষেক বচ্চন !

  করণের এখন বয়স ৪৫ ৷ বলিউডে পা রাখেন শাহরুখ, কাজল, রানি অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে ৷ তবে তার আগে আদিত্য চোপড়ার সঙ্গে বেশ কিছুদিন সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন করণ জোহর ৷ করণ আপাতত ব্যস্ত, তাঁর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবি নিয়ে ৷ সঙ্গে তো রয়েছে ধর্মা প্রোডাকশনে তৈরি রাজি, কেশরি ব্রহ্মাস্ত্র, ও কলঙ্ক ছবির প্রোডাকশন নিয়েও ৷

  First published:

  Tags: Bollywood, Film Maker, Karan johar, Wax Statue