Kapil Sharma: এ কী চেহারা হয়েছে কপিল শর্মার... যেন অর্ধেক! শরীর ঠিক আছে তো? কমেডি কিংকে নিয়ে চিন্তায় ভক্তেরা

Last Updated:

এমনিতে চিরাচরিত মেজাজেই দেখা গিয়েছে কপিলকে। কিন্তু ব্যাপক ভাবে তাঁর ওজন ঝরানো নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

Photo : News 18
Courtesy : Instagram
Photo : News 18 Courtesy : Instagram
মুম্বই: গত ৯ এপ্রিল মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল কমেডি কিং কপিল শর্মাকে। তবে বিমান ধরে তিনি কোথায় গিয়েছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে তাঁর গন্তব্য নিয়ে মাথা ঘামাচ্ছেন না নেটিজেনরা। বরং অন্য একটা বিষয় সকলের চোখে লেগেছে। আসলে অনেকটাই ওজন ঝরিয়েছেন কপিল। যা রীতিমতো চোখে লাগছে। এমনটাই মত ভক্তদের। ফলে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভাইরাল হয়ে যাওয়া কপিলের ভিডিও-য় তাঁকে স্বাভাবিকের তুলনায় বেশি রোগা লাগছিল। এমনকী তাঁর এই নয়া অবতার দেখে তাঁকে অনেকেই চিনতে পারেননি।
এমনিতে চিরাচরিত মেজাজেই দেখা গিয়েছে কপিলকে। কিন্তু ব্যাপক ভাবে তাঁর ওজন ঝরানো নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। এমনকী তাঁর স্বাস্থ্যের কথা ভেবে কৌতূহলী এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। অনেকেই পাপারাৎজিদের ভিডিও-য় মন্তব্য করে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, এই কমেডি তারকা কি Ozempic-এর মতো ওজন ঝরানোর জনপ্রিয় ওষুধ ব্যবহার করেছেন।
advertisement
advertisement
ভাইরাল ভিডিও-র কমেন্ট বক্সে একজন লিখেছেন, “কত বেশি ওজন ঝরিয়ে ফেলেছেন কপিল শর্মা।” আবার অন্য একজন লিখেছেন, “দেখে তো ওঁকে অসুস্থ মনে হচ্ছে।” এর আগে অবশ্য নিজের ব্যাক পেন বা পিঠে যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন কপিল। জানিয়েছিলেন, কাজের ব্যস্ততার জন্য নিজের যত্ন নিতে পারেন না। কিন্তু সম্প্রতি বিমানবন্দরে তাঁকে দেখে মনে হচ্ছে যে, হয়তো নিজের রুটিনে বড় পরিবর্তন এনেছেন তিনি। স্লিম লুক, শার্প জ-লাইন – সব মিলিয়ে অনেকেই অবশ্য তাঁর এই ট্রান্সফরমেশন দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত কাজের দিক থেকে ‘কিস কিসকো প্যায়ার করুঁ ২’-এ দেখা যাবে কপিলকে। চলতি সপ্তাহের গোড়ার দিকেই ছবির নতুন একটি পোস্টার এসেছে। যেখানে রহস্যময়ী এক কনের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতা তথা কমেডি তারকাকে। বিয়ের মণ্ডপে রহস্যময়ী কনের সঙ্গে কপিলের এই ছবি দেখে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ছবিতে কোনও বিয়ের দৃশ্য রয়েছে। তবে নতুন এই পোস্টারে নির্মাতারা বেশ চাতুর্যের সঙ্গেই কপিলের অন-স্ক্রিন কনের মুখটা গোপন রেখেছে। পোস্টারে দেখা যাচ্ছে, কনের পাশেই রয়েছেন কপিল। তাঁর চোখেমুখে বিভ্রান্তির ছাপ স্পষ্ট। ২০১৫-য় মুক্তিপ্রাপ্ত এর আগের ছবিটির মতোই কি আবারও ত্রিকোণ প্রেম দেখা যাবে, সেটা জানা যাবে ছবি মুক্তি পাওয়ার পরেই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma: এ কী চেহারা হয়েছে কপিল শর্মার... যেন অর্ধেক! শরীর ঠিক আছে তো? কমেডি কিংকে নিয়ে চিন্তায় ভক্তেরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement