#মুম্বই: মোদি সরকারের বিরুদ্ধে কথা বলে এর আগে বহুবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের সেলিব্রিটিরা ৷ আর এবার এমনটি করে বসলেন কমেডিয়ান কপিল শর্মা ৷ সম্প্রতি কপিল শর্মার করা একটি ট্যুইট নিয়ে নড়েচড়ে বসল BMC ৷ ট্যুইটে মোদি সরকারের ‘আচ্ছে দিন’ নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ৷ মোদি সরকারকের কাজ নিয়ে যে তিনি বেশ অসন্তুষ্ট তা পরিষ্কার করে দিলেন তাঁর ট্যুইটে ৷ BMC-তে হওয়া দুর্নীতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায় এই কৌতুক অভিনেতা ৷একটি ট্যুইটে তিনি জানান, ‘৫ বছরে ধরে ইনকাম ট্যাক্সে ১৫ কোটি টাকা দিচ্ছি ৷ তা সত্ত্বেও ৫ লক্ষ টাকা ঘুষ দাবি BMC-র ৷ আমার অফিস তৈরির জন্য ঘুষ দাবি করা হয়েছে ৷ আরেকটি ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করে তিনি বলেন,‘এটাই আপনার আচ্ছে দিন ?’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla Khobor, Bengali News, BMC, ETV News Bangla, Kapil Sharma, Kapil Sharma Bribe, Kapil Sharma Questions PM Modi's 'Achche Din', Narendra Modi