corona virus btn
corona virus btn
Loading

সুনীলের সঙ্গে ফ্লাইটে ঝামেলা, কপিলকে সতর্ক করল এয়ার ইন্ডিয়া

সুনীলের সঙ্গে ফ্লাইটে ঝামেলা, কপিলকে সতর্ক করল এয়ার ইন্ডিয়া

সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার অশান্তি থেমেও যেন থামছে না ৷ যত দিন যাচ্ছে ততই বেড়ে চলছে ৷

  • Share this:

#মুম্বই: সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার অশান্তি থেমেও যেন থামছে না ৷ যত দিন যাচ্ছে ততই বেড়ে চলছে ৷ কপিল শর্মা নিজেও হয়তো বুঝতে পারেনি, সুনীল গ্রোভারের সঙ্গে অশান্তির জল এত দূর গড়াবে ৷

অস্ট্রেলিয়া থেকে ফেরার সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মধ্যেই মদ্যপ অবস্থায় সুনীল গ্রোভারের সঙ্গে অশান্তি শুরু করেন কপিল শর্মা৷ এমনকী, সুনীল গ্রোভারকে অকথ্য ভাষায় আক্রমণ, এমনকী জুতো ছুঁড়ে মারেন সুনীলকে ৷

পুরো ঘটনার সাক্ষী এয়ার ইন্ডিয়া ৷ আর যেহেতু কপিল ও সুনীল বচসা এখন খবরের শীর্ষে, তাই এয়ার ইন্ডিয়া নিজের বদনাম এড়াতে কপিল শর্মাকে সতর্ক করার কথা ভাবছে ৷

রবিবার সকাল থেকেই খবরের শিরোনামে স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা ৷ প্রথমে তো ট্যুইটারে নিজের বান্ধবির কথা প্রকাশ করায় ইন্টানেটে ভাইরাল হয়ে উঠেছিলেন কপিল ৷ কিন্তু কপিলের প্রেমের খবরের সঙ্গেই সামনে এসেছে তাঁর শোয়ের অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে তার ঝামেলার খবরও ৷

খবর ছড়িয়ে পড়ে, মেলবর্নে স্টেজ শো থেকে ফেরার সময় নাকি সুনীল গ্রোভারের সঙ্গে তুমুল অশান্তি শুরু হয় কপিল শর্মার ৷ এমনকী, অশান্তি এত জোরালো হয়ে ওঠে যে সুনীল গ্রোভার ওরফে ‘গুট্টি’র গায়েও হাত তোলেন কপিল ৷ অশ্লীল ভাষায় তাঁকে কু-কথাও শোনান কপিল ৷ গোটা দুনিয়ায় এই খবরের উত্তাপ বেড়ে যাওয়ায় শেষমেশ পুরো ব্যাপারটিু নিয়ে নিজেই মুখ খুললেন কপিল ৷

সোমবার ফেসবুকে মন্তব্য করে লিখলেন, ‘এই শো আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ৷ আমি পরিবারের সঙ্গে যতটা না সময় কাটাই, তার থেকে সময় কাটাই সুনীলের সঙ্গে ৷ যদি আমাদের মধ্যে সত্যিই কোনও ঝামেলা হতো, তাহলে আমি নিজেই এসে আপনাদের জানাতাম ৷ পাঁচ বছর আমি আর সুনীল একসঙ্গে আছি ৷ পাঁচ বছর পর একবার তো চিৎকার করা যেতেই পারে ৷ তবে এই ঘটনা একবারেই আমাদের ব্যক্তিগত ব্যাপার ৷ এটা নিয়ে মজা না করাই ভালো !’ এমনকী মিডিয়ার ওপরও ক্ষুব্ধ হয়েছেন কপিল শর্মা ৷

First published: March 27, 2017, 4:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर