Kapil Sharma: কপিল শর্মা পৌঁছলেন ED দফতরে, আদালতে ৬ জনের বিরুদ্ধে জারি সমন, কী হচ্ছে কমেডিয়ানের সঙ্গে?

Last Updated:

Kapil Sharma: কপিল শর্মা আরও অভিযোগ করেছেন যে, ছাবরিয়া গাড়িটি সরবরাহ করেননি এবং অবৈধ উপায়ে তাঁর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন।

কপিল শর্মা পৌঁছলেন ED দফতরে
কপিল শর্মা পৌঁছলেন ED দফতরে
কৌতুক অভিনেতা কপিল শর্মা, যিনি দেশ ও বিশ্বে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন, সেই কপিল শর্মা নিজেই পৌঁছে গেলেন ইডি দফতরে। জানা গিয়েছে যে, কপিল শর্মা ইডিকে বলেছেন গাড়ির ডিজাইনার দিলীপ ছাবরিয়া তাঁর অর্ডার দেওয়া একটি ভ্যানিটি ভ্যান সরবরাহ করেননি। গাড়ির ডিজাইনার দিলীপ ছাবরিয়া, অনেক সেলিব্রিটিদের প্রতারণার অভিযোগে অভিযুক্ত। কপিল শর্মা অভিযোগ করেছেন যে গাড়িটি সরবরাহ না করার জন্য তাঁকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছিল। কপিল শর্মা আরও অভিযোগ করেছেন যে, ছাবরিয়া গাড়িটি সরবরাহ করেননি এবং অবৈধ উপায়ে তাঁর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুমোদিত প্রতিনিধি মহম্মদ হামিদ কৌতুক অভিনেতা কপিল শর্মার বক্তব্য রেকর্ড করেছেন, মানি লন্ডারিং মামলায় ছাবরিয়ার বিরুদ্ধে দায়ের করা চার্জশিটের অংশ হিসাবে। বুধবার এই মামলার শুনানির বিশেষ পিএমএলএ আদালতে এবং এই মামলায় ছাবরিয়া এবং অন্য ছয়জন আসামিকে সমন জারি করা হয়। তাঁকে ২৬ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে কপিল শর্মাকে নিয়ে। কারণ তিনি একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা। অনেকেই বুঝতে পারছে না, কেন তিনি নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে গেলেন। এক নজরে দেখে নেওয়া যাক পুরো বিষয়।
advertisement
advertisement
পুরো ব্যাপারটা কী –
ইডি মামলাটি কপিল শর্মার দায়ের করা জালিয়াতির মামলা সহ অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা তিনটি এফআইআর-এর উপর ভিত্তি করে তৈরি করেছে। ED-এর সামনে বিবৃতি দেওয়ার জন্য কৌতুক অভিনেতার প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। তিনি জানিয়েছেন যে কপিল শর্মা K9 প্রোডাকশনের মালিক হিসাবে একটি ভ্যানিটি ভ্যান কেনার জন্য ডিসেম্বর ২০১৬-এ ছাবরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরবর্তীকালে, ২০১৭ সালের মার্চ মাসে, K9 প্রোডাকশন এবং দিলীপ ছাবরিয়া ডিজাইন প্রাইভেট লিমিটেড (DCDPL) এর মধ্যে একটি ভ্যানিটি ভ্যান ডেলিভারির জন্য ৪.৫ কোটি টাকার (কর ব্যতীত) একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
advertisement
টাকা নিয়েও ভ্যান ডেলিভারি করেনি –
বিবৃতিতে বলা হয়েছে যে শর্ত অনুসারে, কপিল শর্মার প্রোডাকশন হাউস ৫.৩১ কোটি টাকা (কর সহ) প্রদান করেছে। হামিদ তদন্তকারী সংস্থাকে বলেছেন যে, ডিসিডিপিএল কপিল শর্মাকে ভ্যানিটি ভ্যান দেয়নি এবং কোনও টাকাও ফেরত দেয়নি। বিবৃতিতে দাবি করা হয়েছে যে, গাড়ির বিতরণে বিলম্বের জন্য শর্মাকে দায়ী করে আরও অর্থ দাবি করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kapil Sharma: কপিল শর্মা পৌঁছলেন ED দফতরে, আদালতে ৬ জনের বিরুদ্ধে জারি সমন, কী হচ্ছে কমেডিয়ানের সঙ্গে?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement