কান-এ রেট্রো লুকে কঙ্গনা
Last Updated:
সব্যসাচীর আকাশ-তারা শাড়ি আর রেট্রো লুকে একেবারে অন্যরকম সাজে ধরা দিলেন তিনি।
#কলকাতা: কান ফিল্ম ফেস্টিভ্যালে এবছরের প্রথম অ্যাপিয়ারেন্সেই তাঁর ফ্যাশনে চমক দিলেন কঙ্গনা। কোনও আন্তার্জাতিক ডিজাইনারের এক্সক্লুসিভ গাউন নয়, সব্যসাচীর আকাশ-তারা শাড়ি আর রেট্রো লুকে একেবারে অন্যরকম সাজে ধরা দিলেন তিনি।
বুধবার সব্যসাচীর এক্সক্লুসিভ ডিজাইনের সম্পূর্ণ হাতে কাজ করা ভারী সিক্যুইনের কালো শাড়িতে রেড কার্পেটে হাঁটেন কঙ্গনা। শাড়ির জরদৌসি টেকনিকে এসেছিল মেটালিক লুক। সঙ্গে সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি কালেকশনের তিনমানিয়া নেকলেস। রোজ-কাট ডায়মন্ড, কলম্বিয়ান পান্না ও বাসরা মুক্তোখচিত নেকলেস শাড়ির গ্ল্যামার বাড়িয়ে দিয়েছিল আরও কয়েক গুণ।
advertisement
advertisement
শাড়ির সঙ্গে সব্যসাচীর বটুয়া বলে দিচ্ছিল কতখানি খুঁটিনাটির দিকে নজর দিয়েছেন ফ্যাশনিস্তা কঙ্গনা। বুফোঁ হেয়ারস্টাইল সম্পূর্ণ করেছিল সাজ।
আন্তর্জাতিক অ্যালকোহল ব্র্যান্ড গ্রে গুজ-এর অ্যাম্বাসাডর হিসেবে কান-এ গিয়েছেন কঙ্গনা। ফিল্ম ফেস্টিভ্যালের অফিশিয়াল সেলিব্রেশন পার্টনার গ্রে গুজ। ইন্ডিয়া প্যাভিলিয়নের আলোচনা সভাতেও আমন্ত্রিত ছিলেন তিনি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 11:27 AM IST