বলেছিলেন ১১, কঙ্গনা পেলেন তিনকোটি !

Last Updated:

অন্যায় কখনওই মেনে নিতে পারেন না কঙ্গনা রানাওয়াত ৷ বার বারই মুখ খোলেন প্রতিবাদে ৷ এবারও তেমনি করলেন তিনি ৷ সোজাসুজি চেপে ধরলেন ‘রেঙ্গুন’ ছবির প্রযোজককে !

#মুম্বই: অন্যায় কখনওই মেনে নিতে পারেন না কঙ্গনা রানাওয়াত ৷ বার বারই মুখ খোলেন প্রতিবাদে ৷ এবারও তেমনি করলেন তিনি ৷ সোজাসুজি চেপে ধরলেন ‘রেঙ্গুন’ ছবির প্রযোজককে !
এমনিতেই হৃত্বিক রোশনের সঙ্গে নাম জড়িয়ে বলিউডের গুঞ্জনে শিরোনামে উঠে এসেছিলেন কঙ্গনা ৷ বলিউডের বেশ কয়েকজন বাঁকা চোখেও তাকিয়ে ছিল কঙ্গনার দিকে ৷ তবে সেসব কাব্যকে খুব একটা পাত্তা দেননি তিনি ৷ তবে এবার সমস্যাটা শুরু হল, ‘রেঙ্গুন’ ছবির পারিশ্রমিক পাওয়া নিয়েই ৷
বলিউড গুঞ্জনে শোনা গেল, ‘রেঙ্গুন’ ছবির জন্য নাকি ১১ কোটি টাকা পারিশ্রমিকেই ছবি সাইন করেছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ কিন্তু প্রযোজক নাকি এখন কঙ্গনাকে দিতে চেয়েছেন মোটে ৩ কোটি ! ব্যস, কঙ্গনা করে বসলেন প্রতিবাদ ৷ স্পষ্টই প্রযোজককে জানালেন, ১১ কোটি না দিলে ছবি তো ছাড়বেনই, সঙ্গে অন্য পদক্ষেপও নেবেন !
advertisement
advertisement
‘কুইন’, ‘তন্নু ওয়েডস মন্নু’ হিট হওয়ার পর থেকেই পারিশ্রমিক বাড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত ! আর তিনি কোনও কারণেই পারিশ্রমিক কমানোর ব্যাপারে রাজি নয় ৷ কঙ্গনার একটাই কথা, ‘হিরোদের মতো, হিরোইনরাও পাবেন উপযুক্ত পারিশ্রমিক !’
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলেছিলেন ১১, কঙ্গনা পেলেন তিনকোটি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement