কঙ্গনার ২ কোটির উপহার!
Last Updated:
এতদিন বলিউডে প্রেমিক উপহার দিতেন প্রেমিকাকে ৷ আর প্রেমিকা উপহার দিতেন প্রেমিককে ৷
#মুম্বই: এতদিন বলিউডে প্রেমিক উপহার দিতেন প্রেমিকাকে ৷ আর প্রেমিকা উপহার দিতেন প্রেমিককে ৷ আর সেই উপহারে মোটেই দেখা হতো না প্রাইস ট্যাগ ৷ তবে বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা যা করলেন তা একেবারেই হটকে !
সম্প্রতি কঙ্গনা উপহার দিলেন ২ কোটি টাকার ফ্ল্যাট ৷ তাও আবার নিজের যোগগুরুকে ! কঙ্গনার যোগগুরু যাতে নিজের একটা ট্রেনিং সেন্টার খুলতে পারে সেই কারণেই গুরুকে ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা ৷
বহুদিন আগে সমুদ্রের ধারে গুরুকে যোগব্যায়াম করাতে দেখেছিলেন কঙ্গনা ৷ আর তখনই ঠিক করেছিলেন গুরু সূর্যনারায়ণ সিং-ই হবেন তাঁর গুরু ৷ তারপর থেকেই সূর্যনারায়ণ সিংয়ের সঙ্গে ব্যায়াম শুরু করেন কঙ্গনা ৷ জীবনের সফল-অসফল সব সময়েই এই গুরুই নাকি সাহস জুগিয়েছেন কঙ্গনাকে ৷ আর সেই কারণেই কঙ্গনা এখন গুরু দক্ষিণা হিসেবে সমু্দ্রের ধারেই একটা ফ্ল্যাট উপহার দিয়েছেন গুরু সূর্যনারায়ণকে ৷ শুধু গুরুই নয়, জানা গিয়েছে বোন রঙ্গোলিকেও একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন কঙ্গনা ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 06, 2017 4:03 PM IST











