দেশ জুড়ে গেরুয়া ঝড়, চা-পকোড়া বানিয়ে মোদিকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা

Last Updated:
#মুম্বই: শেষ হল দিল্লির মসনদ দখলের ভোটযুদ্ধ ৷ চোদ্দকেও ছাপিয়ে গেল উনিশ। আবারও দেশ জুড়ে পদ্ম-ঝড়। মোদি ক্যারিশমাতেই ফের বিজেপির বাজিমাত। বিরোধীরা কুপোকাত। আর তাই মোদির ফের জয় ঘিরে গোটা দেশে উৎসবের মেজাজ ৷ এই উৎসব থেকে বাদ পড়লেন না বলিউডের সেলিব্রিটিরাও ৷ ট্যুইটে মোদিকে শুভেচ্ছা বন্যা বইয়ে দিলেন বলিউডের নামজাদারা ৷ কিন্তু তারই মধ্যে মোদিকে একেবারে অন্যরকম শুভেচ্ছা জানালেন, কঙ্গনা রানাওয়াত ৷ নিজের হাতে পকোড়া বানালেন কঙ্গনা ৷ আর কঙ্গনার সেই ছবি ট্যুইটারে পোস্ট করলেন কঙ্গনার বোন রঙ্গোলি ৷
modi
রঙ্গোলি লিখলেন, ‘কঙ্গনা খুব কম রান্না করেন ৷ কিন্তু যখন কঙ্গনা খুব উৎসাহিত হয়ে পড়ে, তখনই রান্না করে ৷ আজ কঙ্গনা দারুণ এক্সাইটেড ৷ নরেন্দ্র মোদির জয়কে সেলিব্রেট করার জন্য তাই কঙ্গনা তৈরি করলেন চা-পকোড়া ! ’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেশ জুড়ে গেরুয়া ঝড়, চা-পকোড়া বানিয়ে মোদিকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement