বিয়ের ফুল ফুটল ! পরিবারের সঙ্গে গায়ে হলুদের আনন্দে মাতলেন কঙ্গনা রানাওয়াত !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
গায়ে হলুদের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে আনন্দে মাতলেন কঙ্গনা !
#মুম্বই: কঙ্গনা রানাওয়াত। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তবে এছাড়াও তাঁর একটা পরিচয় আছে। তিনি বলিউডের পাঙ্গা কুইন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনাই প্রথম যিনি মুখ খুলেছিলেন। বলেছিলেন, সুশান্ত আত্মহত্যা করেননি, খুন হয়েছে। সুশান্তের পরিবারের মতো তিনিও চেয়েছিলেন সিবিআই তদন্ত। তবে সেই তদন্তে নেমে অন্য এক চক্রের খোঁজ মেলে তা হল বলিউডের মাদক যোগ। এ খবর সবার জানা। এর পর কঙ্গনার সঙ্গে বিএমসির পাঙ্গা। উদ্ভব ঠাকরের সঙ্গে সরাসরি বিতর্কে জড়ানো। নেপোটিজম সামনে তুলে ধরা। মহেশ ভাট, সলমন খান থেকে শুরু করে করণ জোহর কাউকে ছাড়েননি দোষ দিতে। তবে এসব কাণ্ড ঘটিয়ে তিনি এখন নিজের বাড়িতে। বাবা মায়ের আদরে গায়ে হলুদে মেতেছেন।
তবে কি বিয়ের ফুল ফুটল কঙ্গনার ! সারা গায়ে হলুদ মেখে কেন আছেন তিনি? একেবারে বিয়ের সাজে সুন্দর করে গায়ে হলুদে ব্যস্ত তিনি। আর এ খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে একটা ভিডিও শেয়ার করেছেন সেখানেই দেখা যাচ্ছে গায়ে হলুদে মেতেছেন তিনি।
advertisement
advertisement
তবে নিজের বিয়ে নয়। তাঁর ভাই করণের বিয়ে। সেখানে ভাইয়ের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছেন কঙ্গনা। বাড়ির বাকি মহিলারাও একজোট হয়ে হলুদ মাখাচ্ছেন তাঁর ভাইকে। এই ভিডিওটি শেয়ার করে কঙ্গনা লেখেন, 'প্রায় এক দশক পর রঙ্গোলি দিদির বিয়ের পর ফের এত আনন্দ ফিরে এল এই বাড়িতে। ফের কারও বিয়ে হচ্ছে আমার পরিবারে। করণের বিয়েতে সেজে উঠেছে আমাদের বাড়ি।" এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয়। অনেকেই প্রশংসা করেছেন কঙ্গনার পোশাকের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 21, 2020 12:18 AM IST








