Kanchan Mullick-Sreemoyee Chanttoraj: তিন বারের বিয়েতেও বাদ গেল না কোন আচর-অনুষ্ঠান, বাসর রাতের 'পাজামা-গেঞ্জিতেও' বরের ভিডিও পোস্ট উচ্ছ্বসিত শ্রীময়ীর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিয়ের আগে পার্লারে নিজেকে সাজিয়ে তোলা থেকে আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীতের নাচ, সব ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শ্রীয়মী৷ বিয়ে পর্বের পর বাসর রাতের মজার ভিডিওও তিনি পোস্ট করলেন৷
কলকাতা: সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দক্ষিণ কলকাতার এক বিলাশবহুল ঠিকানায় বসেছিল বিয়ের আসর৷৷ সকাল থেকেই একের পর এক বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন হয়েছিল৷ যার ছবি একের পর এক পোস্ট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ সকালে হয়েছিল দধিমঙ্গল, নাহ্নিমুখ। তারপর কাঞ্চন-শ্রীময়ী সেরেছেন তাঁদের গায়ে হলুদ । লালা পাড় হলুদ শড়ি সঙ্গে ফুলের সাজে সেজে উঠেছিলেন শ্রীময়ী। বরের গায়ে ছোঁয়ানো হলুদে মাখামাখি হলেন অভিনেত্রী৷ পাশাপাশি বসেই গায়ে হলুদ সারেন তাঁরা।
উত্তর কলকাতায় শ্রীময়ী বাড়িতেই প্রাক-বিবাহের অনুষ্ঠানগুলি হয়েছে। তবে বিয়ের জন্য তাঁরা বেছে নিয়েছিলেন শহরের অন্য প্রান্তের একটি বাড়ি। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে চারহাত এক হয় তাঁদের। উল্লেখ্য শ্রীময়ীর এটাই প্রথম বিয়ে হলেও, অভিনেতা কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে৷ একেবারে ধুমধাম করেই বিয়ে সেরেছেন তিনি৷ তাঁদের প্রেম পর্ব মোটেও সুখকর ছিল না, কারণ নানা রকম ট্রোলের মুখে পড়তে হয়েছিল কাঞ্চন ও শ্রীময়ীকে৷ তবে তাঁদের জীবনে প্রেমেরই জয় হল৷ টুকটুকে লাল বেনারসী, ভারী সোনার গয়না পরে কাঞ্চনের সঙ্গে মালাবদল, সিঁদুরদান করে বিয়ে সারলেন শ্রীময়ী৷ বিয়ের দিন কাঞ্চনের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবি। একেবারে সাবেকি সাজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দু-জনে৷
advertisement
advertisement
এরপর ৬ মার্চ হবে তাঁদের রিসেপশান৷ সেখানে সম্ভবত আমন্ত্রিত থাকবেন অনেকে৷ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে সেই অনুষ্ঠান। তার আগের রাতে মেহন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানও হয়েছে।
আরও পড়ুন Actress Who Married Villains: কপালে জোটেনি হিরো! বলিউড ভিলেনদের বিয়ে করেছেন যে ৪ নামী অভিনেত্রীরা, চিনুন তাঁদের
সম্পর্ক থেকে বিয়ে সব ক্ষেত্রেই দু’জনকে হতে হয়েছে কটাক্ষের শিকার। বয়সের পার্থক্য নিয়েও ভেসে এসেছে তির্যক মন্তব্য। তবে সব কিছুকে উড়িয়ে দিয়ে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন তাঁদের জীবনের এই বিশেষ দিনটি। ভ্যালেন্টাইনস ডে-র দিন ১৪ ফেব্রুয়ারিতে তাঁরা সেরেছেন আইনি বিয়ে। তারপর থেকে বিয়ের দিন পর্যন্ত ভক্তদের জন্য সব ছবি বা ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী৷ বিয়ের আগে পার্লারে নিজেকে সাজিয়ে তোলা থেকে আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীতের নাচ, সব ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শ্রীয়মী৷ বিয়ে পর্বের পর বাসর রাতের মজার ভিডিওও তিনি পোস্ট করলেন৷
advertisement
advertisement
সেখানে নতুন বর কাঞ্চনকে দেখা গেল একেবারে সাদামাটা গেঞ্জি-পাঞ্জাবিতে!রাতে ঘরে যখন ঢুকলেন শ্রীময়ী, তখন দেখলেন বাসর ঘরে হাজির অনেকে৷ সকলেই তাঁকে দেখে উচ্ছ্বসিত এবং সেই দলে অবশ্যই রয়েছেন তাঁর স্বামী কাঞ্চন মল্লিক! বাঙালি বিয়েতে বাসরের বিশেষ গুরুত্ব রয়েছে৷ বিয়ের পর বাসর রাতে নতুন বর-কনের সঙ্গে সকলে মিলে নাচ-গান-আনন্দে মেতে ওঠেন৷ হইহই করে কেটে যান গোটা রাত৷ কারণ তারপর সকালেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যান কনে৷
advertisement
advertisement
কাঞ্চন-শ্রীময়ীর দাম্পত্য জীবন সুখী হোক, আনন্দে ভরে উঠুক তাঁদের আগামিদিন, এই শুভেচ্ছা রইল৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 7:14 AM IST