Kamini Kaushal Death: প্রয়াত কামিনী কৌশল, ধর্মেন্দ্রর প্রথম নায়িকাকে চোখের জলে শেষ বিদায়, শেষকৃত্যে ভাইরাল পোষ্যর ছবি

Last Updated:

Kamini Kaushal Death: প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল৷ প্রয়াত অভিনেত্রীর শেষকৃত্যে তার প্রিয় পোষ্যরাও বিদায়ের অংশ ছিল, যখন তার পরিবারের সদস্যরা তার অনুগত সঙ্গীদের নিয়ে এসেছিলেন। চোখের জলে নীরবে শেষ বিদায় জানালেন পোষ্যরা৷

News18
News18
বলিউডে ফের গভীর শোকের ছায়া৷ প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল৷
শনিবার প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, যেখানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয়জনদের শেষ বিদায় জানানোর সময় ওরলি শ্মশানের পরিবেশ ছিল গম্ভীর।
শনিবার সকালে হিন্দু রীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন করেন তার বড় ছেলে বিধুর। কামিনী কৌশলের মরদেহ মুম্বইয়ের তার বাসভবন থেকে শ্মশানে আনা হয়। প্রয়াত অভিনেত্রীর শেষকৃত্যে তার প্রিয় পোষ্যরাও বিদায়ের অংশ ছিল, যখন তার পরিবারের সদস্যরা তার অনুগত সঙ্গীদের নিয়ে এসেছিলেন। চোখের জলে নীরবে শেষ বিদায় জানালেন পোষ্যরা৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘জ্যাকপট’…! বিরল কাকতালীয় যোগে ৩ রাশির ধন-সম্পদের ফোয়ারা, খুলবে পোড়া কপাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান, শহীদ কাপুর, কিয়ারা আদভানি এবং অনুপম খেরের মতো সেলিব্রিটিরা তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্রবীণ অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন। তারা ‘লাল সিং চাড্ডা’ এবং ‘কবীর সিং’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করার কথাও স্মরণ করেছেন।
advertisement
আরও পড়ুন-মার্গশীর্ষ অমাবস্যায় চরম বিপদ মিথুন -সহ ৪ রাশির, বিপুল আর্থিক ক্ষতি, দুর্ঘটনার সম্ভাবনা, চাকরিজীবীরা সাবধান!
কামিনী কৌশল ১৯৪০, ৫০ এবং ষাটের দশকের ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী ছিলেন। তিনি অশোক কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, দিলীপ কুমার এবং রাজ কুমার ও ধর্মেন্দ্রের মতো কিংবদন্তিদের সঙ্গে অভিনয় করেছিলেন। তার প্রথম ছবি দিয়েই তিনি ইন্ডাস্ট্রিতে এক অমোচনীয় ছাপ ফেলেছিলেন। তার অভিষেক, নীচা নগর (১৯৪৬), প্রথম কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স ডু ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডু ফিল্ম জিতেছিল এবং এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ছবি যা পাম ডি’অর জিতেছে। এটি পরিচালনা করেছিলেন চেতন আনন্দ এবং এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উমা আনন্দ এবং রফিক আনোয়ার।
advertisement
জানা গেছে, সাত দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে ৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাকে শেষ দেখা গিয়েছিল আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে, যা ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kamini Kaushal Death: প্রয়াত কামিনী কৌশল, ধর্মেন্দ্রর প্রথম নায়িকাকে চোখের জলে শেষ বিদায়, শেষকৃত্যে ভাইরাল পোষ্যর ছবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement