Actor Mohan Found Dead: মাঝরাস্তায় মিলল অভিনেতার মৃতদেহ! রহস্যমৃত্যু ঘিরে তুঙ্গে চাঞ্চল্য, শোকে পাথর ইন্ডাস্ট্রি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor Mohan Found Dead: তামিল ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। তার পরেও বহুদিন ধরে কাজ পাচ্ছিলেন না মোহন। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে হচ্ছিল তাঁকে।
মাদুরাই: বিনোদন জগতে শোকের ছায়া। মাঝরাস্তায় মিলল নামজাদা অভিনেতর মৃতদেহ। তামিলনাড়ুর মাদুরাই এলাকার তিরুপারানকুন্দ্রমের রাস্তা থেকে স্থানীয়রা উদ্ধার করে কৌতুকাভিনেতা মোহনকে। রহস্যজনক ভাবে চলে গেলেন ৬০ বছরের অভিনেতা।
তামিল ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। তার পরেও বহুদিন ধরে কাজ পাচ্ছিলেন না মোহন। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে হচ্ছিল তাঁকে। ১০ বছর আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই থেকে ভিক্ষে করে দিন গুজরান মোহনের।
advertisement
১৯৮৯ সালের ‘অপূর্ব সাগোধারারগাল’ ছবিতে নায়ক কমল হাসানের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মোহন। এছাড়া ‘আধিসায়া মাথারগাল’, ‘বালাস নান কাদাভুল’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তামিল ইন্ডাস্ট্রির দর্শকের মন থেকে কখনওই মুছে যাননি মোহন।
advertisement
এর পরই কাজ না পেয়ে পেয়ে তিরুপারানকুন্দ্রমে নিজের গ্রামে ফিরে যান মোহন। সেখানেই ভিক্ষে করে পেট চালাতে শুরু করেন। তারপর গত ৩১ জুলাই স্থানীয়রা তাঁরে রাস্তায় মৃত অবস্থায় খুঁজে পান। তাঁর চেহারারা এতই করুণ দশা ছিল যে উদ্ধারের পর তাঁকে চেনা যায়নি প্রথমে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 10:55 AM IST