Actor Mohan Found Dead: মাঝরাস্তায় মিলল অভিনেতার মৃতদেহ! রহস্যমৃত্যু ঘিরে তুঙ্গে চাঞ্চল্য, শোকে পাথর ইন্ডাস্ট্রি

Last Updated:

Actor Mohan Found Dead: তামিল ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। তার পরেও বহুদিন ধরে কাজ পাচ্ছিলেন না মোহন। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে হচ্ছিল তাঁকে।

রাস্তায় মিলল অভিনেতার দেহ
রাস্তায় মিলল অভিনেতার দেহ
মাদুরাই: বিনোদন জগতে শোকের ছায়া। মাঝরাস্তায় মিলল নামজাদা অভিনেতর মৃতদেহ। তামিলনাড়ুর মাদুরাই এলাকার তিরুপারানকুন্দ্রমের রাস্তা থেকে স্থানীয়রা উদ্ধার করে কৌতুকাভিনেতা মোহনকে। রহস্যজনক ভাবে চলে গেলেন ৬০ বছরের অভিনেতা।
তামিল ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। তার পরেও বহুদিন ধরে কাজ পাচ্ছিলেন না মোহন। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে পেট চালাতে হচ্ছিল তাঁকে। ১০ বছর আগে স্ত্রীর মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই থেকে ভিক্ষে করে দিন গুজরান মোহনের।
advertisement
১৯৮৯ সালের ‘অপূর্ব সাগোধারারগাল’ ছবিতে নায়ক কমল হাসানের প্রিয় বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন মোহন। এছাড়া ‘আধিসায়া মাথারগাল’, ‘বালাস নান কাদাভুল’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তামিল ইন্ডাস্ট্রির দর্শকের মন থেকে কখনওই মুছে যাননি মোহন।
advertisement
এর পরই কাজ না পেয়ে পেয়ে তিরুপারানকুন্দ্রমে নিজের গ্রামে ফিরে যান মোহন। সেখানেই ভিক্ষে করে পেট চালাতে শুরু করেন। তারপর গত ৩১ জুলাই স্থানীয়রা তাঁরে রাস্তায় মৃত অবস্থায় খুঁজে পান। তাঁর চেহারারা এতই করুণ দশা ছিল যে উদ্ধারের পর তাঁকে চেনা যায়নি প্রথমে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Mohan Found Dead: মাঝরাস্তায় মিলল অভিনেতার মৃতদেহ! রহস্যমৃত্যু ঘিরে তুঙ্গে চাঞ্চল্য, শোকে পাথর ইন্ডাস্ট্রি
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement