গ্রেফতারের কয়েক ঘণ্টা পরেই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি কমল আর খান
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বোরিভালি আদালতে পেশ করা হয় কমলকে। মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের রায় শোনানো হয়েছে।
#মুম্বই: বিতর্কিত ট্যুইটের জেরে গ্রেফতার অভিনেতা, পরিচালক, সমালোচক, প্রযোজক কমল রশিদ খান ওরফে কেআরকে। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আটক করা হয় অভিনেতাকে। জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় তাঁকে। নেপথ্যে, ২০২০ সালের একটি ট্য়ুইট।
গ্রেফতারির কয়েক ঘণ্টা পরেই বুকে ব্যথার কথা বলেন কেআরকে। তার পরেই তাঁকে মুম্বইয়ের কান্ডিভালি এলাকার শতাব্দী হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
বলিউডের উপর বারবার আক্রমণ করে রোজ শিরোনামে দখল করেন কমল। তাঁর সমালোচনামূলক ট্য়ুইটের জেরে অস্থির হয়ে ওঠেন বলি তারকারা। প্রথম সারির বলি তারকাদের সঙ্গে মাঝে মধ্যেই তাঁর বিবাদের কথা শোনা যায়।
advertisement
২০২০ সালে ঋষি কাপুর এবং ইরফান খানকে কেন্দ্র করে একটি ট্যুইট করেছিলেন তিনি। ২০২০ সালেই অভিযোগ করেছিলেন যুব সেনা সদস্য রাহুল কানাল। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বোরিভালি আদালতে পেশ করা হয় কমলকে। মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের রায় শোনানো হয়েছে।
Location :
First Published :
August 31, 2022 2:02 PM IST