Kalank Review: অবৈধ প্রেম নিয়ে করণের ‘কলঙ্ক’ ! তারকার চমক, বনশালির কপি করেও ডুবল ছবি !

Last Updated:
#কলকাতা: দেশভাগ নিয়ে ছবি আগেও তৈরি হয়েছে বলিউডে ৷ নামী-দামি বহু পরিচালকেরা একবার না একবার ছবির প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করেছেন দেশভাগকে ৷ আগের ছবি গুলোর মতোই করণ জোহরের প্রোডাকশনে তৈরি পরিচালক অভিষেক বর্মনের এই ‘কলঙ্ক’-এর প্রেক্ষাপট সেই ১৯৪৬ ও দেশভাগ ৷ সঙ্গে দাঙ্গা ! তবে এর সঙ্গে অভিষেক ও করণ যুক্ত করলেন এক জটিল প্রেমের গল্প ৷ মোটামুটি এর ওপরই দাঁড়িয়ে রয়েছে ‘কলঙ্ক’ ছবি ৷ যেখানে অভিনেতারা গল্পের খাতিরে শুধু অভিনয় করে গিয়েছেন ৷

Kalank

3/5
undefined undefined 17/04/2019|হিন্দিNaN hrs NaN mins|মেলোড্রামা
Starring:সঞ্জয় দত্ত, মাধুরী দাক্ষিত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ানDirector:অভিষেক বর্মনMusic:প্রীতম
Watch Trailer
তাহলে কী দাঁড়াল এই ছবি ভাল নাকি খারাপ? এই প্রশ্নের উত্তর একটু ধীরে ধীরে খোলসা করা যাক বরং ৷ ঠিক ‘কলঙ্ক’-এর কায়দায় ৷ শুরু করা যাক সিনেমার শেষ থেকেই ৷ যেখান থেকে আসলে শুরু হয় ছবিটির গল্প ৷ না ঠিক ক্লাইম্যাক্সের মতো করে নয়, বরং প্রথাগত নিয়মকে না মেনে অভিষেক বর্মন, ছবির প্রথম অংশে খুবই অগোছালো করে চরিত্রগুলোকে সামনে নিয়ে আসেন ৷ আর সেই চরিত্রগুলোর আচার-আচরণকে একে একে সাজিয়ে গোটা ছবির গল্পকে তুলে ধরেন ৷ তাই হয়তো ছবির শুরুতে একের পর এক দৃশ্য নানারকম সিকোয়েন্সে আসতে থাকে ৷ আর ছবির ঠিক বিরতির আগে সেই সিকোয়েন্স গুলিই পর পর সাজিয়ে গল্পের আসল উদ্দেশ্য পরিষ্কার হয় ৷ বলা যেতে পারে, কলঙ্ক ছবির গল্পটা আসলে শুরু হয় বিরতির পর থেকেই ৷
advertisement
Kalank-Picture-11
advertisement
‘কলঙ্ক’ এক জটিল প্রেমের ছবি ৷ যেখানে ক্যানসারে আক্রান্ত স্ত্রী (সোনাক্ষি সিনহা) তাঁর স্বামীকে(আদিত্য রায় কাপুর) দ্বিতীয় বিয়ে করানোর জন্য রাজি করে ফেলে ৷ আর এই দ্বিতীয় বিয়েটিই ঘটে উচ্ছ্বল রূপ (আলিয়া ভাট)-এর সঙ্গে ৷ সংসারকে বাঁচানোর জন্য রূপ এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে চলে আসে লাহোরের হুসনাবাদ নামে একটি শহরে ৷ এই রঙিন হুসনাবাদেই রূপের সঙ্গে ঘটনাচক্রে আলাপ হয় বাঈজি বেগম বাহার (মাধুরী দাক্ষিত) ও এলাকার সবচেয়ে জনপ্রিয় ছেলে জাফর (বরুণ ধাওয়ান)-এর সঙ্গে ৷ বেগম বাহারের কাছে গান শেখে রূপ ৷ জাফরের সঙ্গে প্রেম৷ ততক্ষণে ছবির গল্পে স্পষ্ট ইঙ্গিত এই বেগম বাহার-ই হল জাফরের মা ৷ আর বাবা হলেন এলাকার নামী-দামি সাংবাদিক ও সংবাদপত্রের সম্পাদক বলরাজ চৌধুরী ওরফে সঞ্জয় দত্ত ৷ আর তাঁর আরেক পরিচয় রূপের শ্বশুর ৷ সুতরাং একদিকে পূর্বে ঘটে যাওয়া বেগম ও বলরাজের অবৈধ প্রেম, অন্যদিকে জাফর ও রূপের আরেক অবৈধ প্রেম ৷ এর মাঝখানে দেব ওরফে আদিত্য রায় কাপুরের প্রেম নিয়েই তৈরি হয় কলঙ্ক ৷ বলা ভালো এক কলঙ্কের পুনরাবৃত্তি ৷
advertisement
kalank-first-song-thumb
তবে এখানেই শেষ নয়, এই জটিল প্রেম কাহিনিতে রয়েছে আরও একটি ট্যুইস্ট, মুসলিম লিগের সঙ্গে সংবাদপত্রের লড়াই ৷ যে সংবাদপত্র দেশভাগের বিরোধিতা করে ৷ ছবির এই ট্যুইস্টটিই আসলে ছবির ভিলেন, আর এর মুখপাত্র আহমদ ওরফে কুণাল খেমু ! মোটামুটি এই গল্পকেই জটিল প্রেমের মোড়কে ফেলেছেন পরিচালক অভিষেক ৷
advertisement
‘কলঙ্ক’ এমন একটি ছবি যা দেখে তাক লেগে যেতে পারে ৷ এতটাই সুন্দর করে সাজানো প্রত্যেকটি ফ্রেম ৷ বাহবা দিতে হয় পটু হাতের শিল্প নির্দেশনাকে ৷ অনেক সময় মনে হতে বাধ্য এই ছবি বনশালির নয় তো ! তবে এখানেই চ্যালেঞ্জ নিয়েছিলেন সিনেম্যাটোগ্রাফার বিনোদ প্রধান ৷ যার ক্যামেরা ছবির গল্পের বাইরেও অন্য আরেকটি গল্প লিখে যাচ্ছিল ৷ যা কিনা একেবারেই স্বতন্ত্র ও মৌলিক ৷ বেশি করে নজরে পড়ে ‘ঘর মোরে পরদেশিয়া’ ও ‘তাবাহ হো গয়ে’ গানে ৷ ঠিক যেন স্ক্রিনজুড়ে রূপকথা তৈরি হয়েছিল ৷
advertisement
14_04_2019-kl_pre_1_19132325
সিনেম্যাটোগ্রাফির পরে এই ছবির আরও একটি স্ট্রং পয়েন্ট হল ছবির সঙ্গীত ৷ যা কিনা মন্ত্রমুগ্ধ ৷ পিরিয়াড প্রেমের ছবির ক্ষেত্রে একেবারে পারফেক্ট !
সঞ্জয় দত্ত, মাধুরী দাক্ষিত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষি সিনহা ও আদিত্য রায় কাপুর ৷ সিনেমা জুড়ে বড় বড় নাম ৷ ২ ঘণ্টা ৫০ মিনিটের ছবিতে তাই ছবি জুড়ে বাঘা বাঘা অভিনেতাদের ক্রমাগত আসা যাওয়া ৷ ব্যাপারটা অনেকটাই শেয়ানে শেয়ানে ৷ যার মধ্যে অবশ্যই নজর কাড়েন বরুণ ধাওয়ান ৷ সুঠাম চেহারায়, জফরের চরিত্রে সঠিক নির্বাচন যে তিনি, তা প্রত্যেকটি দৃশ্যে প্রমাণ করেছেন বরুণ ৷ বরং আলিয়া এই ছবিতে রূপের চরিত্রে একটু দুর্বলই ৷ বরং নজর কেড়েছেন আদিত্য রায় কাপুর৷ সোনাক্ষিও খারাপ নয় ৷ তবে বহুদিন বাদে সঞ্জয় দত্ত ও মাধুরীর একই ফ্রেমে অভিনয় মনে দাগ কাটবে ৷ যে দৃশ্যটি ছবি থেকে পাওয়া সেরা দৃশ্য ৷
advertisement
‘কলঙ্ক’ এমন একটি ছবি, যা কিনা খুব যত্ন করে তৈরি করা হয়েছে ৷ যা সুন্দর করে গোছানো ৷ তবে এই সুন্দর থাকাটাই ছবির ‘কলঙ্ক’ বটে ৷ ছবিটি অতিমাত্রায় দীর্ঘ ৷ প্রত্যেক স্টারকে স্ক্রিন টাইম দিতে গিয়ে ছবির বহু দৃশ্যই অসংগত ৷ আর গল্প বড্ড বেশি প্রেডিক্টেবল হওয়ায় আগ্রহ ধীরে ধীরে কমে যায়৷ তাই যে গুণগুলি ‘কলঙ্ক’-এর শক্তি হওয়া উচিত ছিল, তাই অনেক ক্ষেত্রে এই ছবির দুর্বলতা ৷
advertisement
বলিউডের পিরিয়াড ছবির তালিকায় অবশ্যই ‘কলঙ্ক’ ওপরের দিকে জায়গা করে নেবে ৷ তবে মিল পেতে পারেন আমির খান অভিনীত 1947 আর্থ ছবির সঙ্গে  !
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kalank Review: অবৈধ প্রেম নিয়ে করণের ‘কলঙ্ক’ ! তারকার চমক, বনশালির কপি করেও ডুবল ছবি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement