Kajol in Durga Puja 2023: হলুদ শাড়ি-সাবেকি গয়নায় সেজে পারিবারিক দুর্গাপুজোয় হাজির কাজল, ভিডিও মুহূর্তে ভাইরাল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Kajol in Durga Puja 2023: বন্ধু ও পরিবারের সঙ্গে দুর্গাপুজোয় অংশ নেন তারকা অভিনেত্রী কাজল।
মুম্বই: বলিউডেও লাগল দুর্গাপুজোর দোলা। ২০২১ সালে সাংস্কৃতিক ঐতিহ্যের আঙ্গিকে গোটা বিশ্বের সামনে দুর্গাপুজো ও উৎসব ইউনেস্কোর হেরিটেজ ঘোষিত হয়েছে। প্রতি বছর বলিউড নায়িকা কাজল দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন। এবারও তার অন্যথা হল না। বন্ধু ও পরিবারের সঙ্গে দুর্গাপুজোয় অংশ নেন তারকা অভিনেত্রী কাজল।
সম্প্রতি কাজলের এবারের দুর্গাপুজোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পারিবারিক পুজোর প্যান্ডেলে ব্যস্ত নায়িকাকে দেখা গিয়েছে। হলুদ ও লালের মিশেলে শাড়ির সাজে দেখা গিয়েছে নায়িকাকে। খোঁপা করেছিলেন চুলে। প্যান্ডেলে বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা ও ছবি তুলে দেখা যায় কাজলকে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় একটু মিষ্টি পোলাও আর কষা মাটন, শান্তিতে বসে কোথায় খাবেন? রইল কলকাতার সেরা সব রেস্তোরাঁর খোঁজ
সাজে দেখা গিয়েছে সাবেকিয়ানাও। লাল টিপ, কানে ঝুমকা ও হাতে বালা পরতে দেখা যায় কাজলকে। ভিডিওতে কাজলের বোন সর্বাণী মুখোপাধ্যায়কেও দেখা যায়। রানি মুখোপাধ্যায়ও এই পুজোর অংশ। এখনও তাঁকে দেখা না গেলেও, কাজলের ভিডিও নজর কেড়েছে নেটিজেনের।
advertisement
আরও পড়ুন: পুজোয় কি বৃষ্টি হবে? কলকাতাবাসীর কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন, আবহাওয়ার আপডেট জানুন
ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন হয়ে গিয়েছে। মণ্ডপে গিয়ে পুজোর কাজে অংশ নিয়েছিলেন কাজল। পরে বন্ধুদের সঙ্গে ছবিতে পোজও দেন নায়িকা। গাড়িতে ওঠার সময় ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। তাঁদেরকেও নিরাশ করেননি নায়িকা। ছবি তুলে হাসি মুখে গাড়িতে উঠে পড়েন নায়িকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2023 9:15 PM IST